আমাদের দেশের চিত্রনায়িকাদের মধ্যে পূজা চেরীর সৌন্দর্যের আবেদন বেশ আলাদা। চমৎকার ফিগার আর ধারালৈ মুখশ্রীতে তিনি নজর কাড়েন যেকোনো সাজপোশাকে। আমরা প্রায়ই এই সুন্দরী অভিনেত্রীকে দেখতে পাই নানা দেশি বিদেশি লুকে। ওয়েস্টার্ন পোশাকে খুবই মানায় পূজাকে। সম্প্রতি তিনি চোখধাঁধানো পশ্চিমা আউটফিটে নিজের আবেদনময়ী লুকের দারুণ কিছু ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। চলুন তবে দেখে নিই এই লুকের কিছু ঝলক।
ছবি: পূজা চেরীর ইন্সটাগ্রাম
স্টাইলিং: স্টাইলিং মাহফুজ কাদেরী
পোশাক: নিক্কাহ বাই রাতুল
মেকওভার: ফেস বাই সালেহা