দেখে নিন ওয়েস্টার্ন পোশাকে আবেদনময়ী পূজা চেরীর চোখধাঁধানো লুক
শেয়ার করুন
ফলো করুন

আমাদের দেশের চিত্রনায়িকাদের মধ্যে পূজা চেরীর সৌন্দর্যের আবেদন বেশ আলাদা। চমৎকার ফিগার আর ধারালৈ মুখশ্রীতে তিনি নজর কাড়েন যেকোনো সাজপোশাকে। আমরা প্রায়ই এই সুন্দরী অভিনেত্রীকে দেখতে পাই নানা দেশি বিদেশি লুকে। ওয়েস্টার্ন পোশাকে খুবই মানায় পূজাকে। সম্প্রতি তিনি চোখধাঁধানো পশ্চিমা আউটফিটে নিজের আবেদনময়ী লুকের দারুণ কিছু ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। চলুন তবে দেখে নিই এই লুকের কিছু ঝলক।

১/৬
নিক্কাহ বাই রাতুলের এই ওয়েস্টার্ন আউটফিটটিতে দারুণ আবেদনময়ী লাগছে পূজা চেরীকে। সাদা টপে একই রঙ, রূপালি আর হলুদ দিয়ে এমবেলিশ করা। টপের
নিক্কাহ বাই রাতুলের এই ওয়েস্টার্ন আউটফিটটিতে দারুণ আবেদনময়ী লাগছে পূজা চেরীকে। সাদা টপে একই রঙ, রূপালি আর হলুদ দিয়ে এমবেলিশ করা। টপের
বিজ্ঞাপন
২/৬
শিয়ার ফেব্রিকে লাইনিং দিয়ে ড্রেপড হার্ট নেকলাইন ডিজাইন করা হয়েছে টপে। নজর কাড়ছে অপরের স্বচ্ছ অংশের ন্যুড এফেক্ট। সঙ্গে রয়েছে কোমরে রূপালি ফ্রিঞ্জ বর্ডার দেওয়া দারুণ কাটের ফ্লেয়ার প্যান্ট
শিয়ার ফেব্রিকে লাইনিং দিয়ে ড্রেপড হার্ট নেকলাইন ডিজাইন করা হয়েছে টপে। নজর কাড়ছে অপরের স্বচ্ছ অংশের ন্যুড এফেক্ট। সঙ্গে রয়েছে কোমরে রূপালি ফ্রিঞ্জ বর্ডার দেওয়া দারুণ কাটের ফ্লেয়ার প্যান্ট
বিজ্ঞাপন
৩/৬
হাতের কনুই বরাবর রূপালি বর্ডার দেওয়া কয়েক লেয়ারের ফ্রিলে দেওয়া স্লিভস আছে এই টপে। সব মিলিয়ে ডিজাইনটি খুবই চোখে পড়ার মতো
হাতের কনুই বরাবর রূপালি বর্ডার দেওয়া কয়েক লেয়ারের ফ্রিলে দেওয়া স্লিভস আছে এই টপে। সব মিলিয়ে ডিজাইনটি খুবই চোখে পড়ার মতো
৪/৬
ফেস বাই সালেহার মেকওভারে সফট গ্ল্যাম লুকে সেজেছেন পূজা। শিমারের ছোঁয়া আছে মেকআপে। চোখে সেমি স্মোকি সাজ আর গোলাপি গ্লসি লিপকালারে মোহনীয় লাগছে এই অভিনেত্রীকে
ফেস বাই সালেহার মেকওভারে সফট গ্ল্যাম লুকে সেজেছেন পূজা। শিমারের ছোঁয়া আছে মেকআপে। চোখে সেমি স্মোকি সাজ আর গোলাপি গ্লসি লিপকালারে মোহনীয় লাগছে এই অভিনেত্রীকে
৫/৬
চোখে ব্রঞ্জ আইশ্যাডো দেখা যাচ্ছে। নজর কাড়ছে চুলের ব্রেইড স্টাইলিং করে তাতে স্টোনের ব্যবহার। ম্যানিকিওরটিও মানিয়েছে বেশ
চোখে ব্রঞ্জ আইশ্যাডো দেখা যাচ্ছে। নজর কাড়ছে চুলের ব্রেইড স্টাইলিং করে তাতে স্টোনের ব্যবহার। ম্যানিকিওরটিও মানিয়েছে বেশ
৬/৬
গলা খালি রেখে গভীর ড্রেপড নেকলাইনের আকর্ষণ ঠিক রেখেছেন পূজা। তবে রূপালি স্টেটমেন্ট দুল পরতে ভোলেন নি তিনি।
গলা খালি রেখে গভীর ড্রেপড নেকলাইনের আকর্ষণ ঠিক রেখেছেন পূজা। তবে রূপালি স্টেটমেন্ট দুল পরতে ভোলেন নি তিনি।

ছবি: পূজা চেরীর ইন্সটাগ্রাম

স্টাইলিং: স্টাইলিং মাহফুজ কাদেরী

পোশাক: নিক্কাহ বাই রাতুল

মেকওভার: ফেস বাই সালেহা

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০১: ৩০
বিজ্ঞাপন