সম্প্রতি অনুষ্ঠিত ভারতের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্ট ল্যাকমে ফ্যাশন উইকে সবার নজর ছিল এক ৬০ পেরোনো মডেলের ওপর। তাঁর পাশে অন্য কাউকে যেন দেখাই যাচ্ছিল না। আরো সঠিকভাবে বলতে গেলে এই মডেল ও অভিনেত্রীর বয়স এখন ৬৪। আর এ কথা বেশ জোর দিয়ে বলা যায়, নিজের অর্ধেক বয়সী মডেলদের নাকানি চুবানি খাওয়াতে পারেন তিনি অনায়াসে। সেই ১৯৮০ সালে সঙ্গীতা বিজলানি জিতেছিলেন মিস ইন্ডিয়ার খেতাব। ১৬ বছর বয়সে মডেলিং শুরু করেছিলেন তিনি। এরপর সুপারস্টার সালমান খানের প্রেমিকা হিসেবে এসেছেন লাইমলাইটে। পরে অবশ্য ভারতের ক্রিকেট টিমের বিখ্যাত ব্যাটসম্যান আজহারউদ্দীনকে বিয়ে করে চমকে দেন সবাইকে। সে বিয়ে টিকেছিল ২০১০ পর্যন্ত। তবে প্রেম বিয়ে বা বিচ্ছেদ, কোনো কিছুই সঙ্গীতার অনবদ্য সৌন্দর্যে কোনো প্রভাব ফেলে নি। তিনি যেন যেমন ছিলেন তেমনই আছেন। 'এজিং গ্রেসফুলি' মনে হয় একেই বলে। চলুন তবে ৬৪ বছর বয়সী এই আবেদনময়ী ডিভার কিছু নজরকাড়া লুক দেখে আসি।