১২টি আকর্ষণীয় লুকে টালিউডের চেনা মুখ সৌরসেনী
শেয়ার করুন
ফলো করুন

টালিউডের চেনা মুখ সৌরসেনী মৈত্র। মডেলিংয়ের হাত ধরে ক্যারিয়ারের শুরু হলেও তিনি এখন বাংলা সিনেমার এক জনপ্রিয় তারকা অভিনেত্রী। বর্তমানে বাংলা-হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই দাপটের সঙ্গে কাজ করে চলেছেন সৌরসেনী। মঞ্চাভিনয়েও তিনি নতুন নন। ফ্যাশনের দৌড়েও অভিনেত্রী দশে দশ। বহুগুণে গুণান্বিতা সৌরসেনীর অনুরাগীর সংখ্যাটাও তাই অনেক বেশি । ইনস্টাগ্রামে নিজের স্টাইলিশ আর বোল্ড সব ছবি প্রায়ই শেয়ার করেন তিনি। চলুন, অভিনেত্রীর ইনস্টাগ্রামে ঢুঁ মেরে কিছু লুক দেখে আসি।

১/১২
ওয়ান শোল্ডার গাউনের লুকে অভিনেত্রী। এর সঙ্গে তাঁর লুকে আবেদন যোগ করেছে ডায়মন্ডের স্টেটমেন্ট দুল, হাই বান হেয়ারস্টাইল আর গ্ল্যামারাস মেকআপ
ওয়ান শোল্ডার গাউনের লুকে অভিনেত্রী। এর সঙ্গে তাঁর লুকে আবেদন যোগ করেছে ডায়মন্ডের স্টেটমেন্ট দুল, হাই বান হেয়ারস্টাইল আর গ্ল্যামারাস মেকআপ
বিজ্ঞাপন
২/১২
মেটালিক ব্ল্যাক ও কপার গোল্ড বেনারসি শাড়ির জাঁকজমক লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। জুটি বেঁধেছে ফুলস্লিভ ও ডিপনেক কালো ব্লাউজ। সঙ্গে পরেছেন সোনার গয়না আর সেজেছেন আকর্ষণীয় গ্ল্যাম মেকআপে
মেটালিক ব্ল্যাক ও কপার গোল্ড বেনারসি শাড়ির জাঁকজমক লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। জুটি বেঁধেছে ফুলস্লিভ ও ডিপনেক কালো ব্লাউজ। সঙ্গে পরেছেন সোনার গয়না আর সেজেছেন আকর্ষণীয় গ্ল্যাম মেকআপে
বিজ্ঞাপন
৩/১২
ক্রুশকাটার সাদা স্লিভলেস টপ পরেছেন তিনি এই লুকে। সঙ্গে কয়েক লেয়ারের চেইন আর কানে পরেছেন হুপ দুল
ক্রুশকাটার সাদা স্লিভলেস টপ পরেছেন তিনি এই লুকে। সঙ্গে কয়েক লেয়ারের চেইন আর কানে পরেছেন হুপ দুল
৪/১২
আইভরি জামদানির লুকে দ্যুতি ছড়াচ্ছেন অভিনেত্রী। ফ্রেমে ধরা দিয়েছেন বাঙালি ট্র্যাডিশনাল সাজে। খোঁপায় লাল গোলাপ, মেটালের গয়না আর ন্যুড মেকআপের সাজে আকর্ষণ বাড়িয়েছে লাল টিপ
আইভরি জামদানির লুকে দ্যুতি ছড়াচ্ছেন অভিনেত্রী। ফ্রেমে ধরা দিয়েছেন বাঙালি ট্র্যাডিশনাল সাজে। খোঁপায় লাল গোলাপ, মেটালের গয়না আর ন্যুড মেকআপের সাজে আকর্ষণ বাড়িয়েছে লাল টিপ
৫/১২
সিকুইনসজ্জিত সাইড স্লিট গাউনে আবেদন ছড়াচ্ছেন অভিনেত্রী
সিকুইনসজ্জিত সাইড স্লিট গাউনে আবেদন ছড়াচ্ছেন অভিনেত্রী
৬/১২
হলোগ্রাফিক সিকুইন গাউনের সঙ্গে অভিনেত্রী ওয়েট হেয়ার লুকে ক্যামেরাবন্দী হয়েছেন
হলোগ্রাফিক সিকুইন গাউনের সঙ্গে অভিনেত্রী ওয়েট হেয়ার লুকে ক্যামেরাবন্দী হয়েছেন
৭/১২
নীল মনোকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন যেন তিনি
নীল মনোকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন যেন তিনি
৮/১২
আবেদন ছড়ানো লাল সাইড স্লিট গাউন পরেছে তিনি এখানে
আবেদন ছড়ানো লাল সাইড স্লিট গাউন পরেছে তিনি এখানে
৯/১২
স্ট্র্যাপলেস কালো গাউনের পেছনে আছে অরগাঞ্জা ফেব্রিকের ট্রেন। এই সুন্দর আউটফিটের সঙ্গে অভিনেত্রী ডায়মন্ডের নেকপিস পরেছেন
স্ট্র্যাপলেস কালো গাউনের পেছনে আছে অরগাঞ্জা ফেব্রিকের ট্রেন। এই সুন্দর আউটফিটের সঙ্গে অভিনেত্রী ডায়মন্ডের নেকপিস পরেছেন
১০/১২
কালো বডিকন গাউনের লাস্যময়ী লুকে সৌরসেনী। ডিপ ভি নেকলাইনের এই গাউনের মূল আকর্ষণ একপাশের লম্বা স্লিভ। এর সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছেন মেটালের স্টেটমেন্ট নেকপিস
কালো বডিকন গাউনের লাস্যময়ী লুকে সৌরসেনী। ডিপ ভি নেকলাইনের এই গাউনের মূল আকর্ষণ একপাশের লম্বা স্লিভ। এর সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছেন মেটালের স্টেটমেন্ট নেকপিস
১১/১২
ফ্লোরাল কো–অর্ড সেটে ফ্রেমবন্দী হয়েছেন তিনি। স্ট্র্যাপলেস কোরসেট টপ আর বটমে পরেছেন স্কার্ট। কানে শোভা পাচ্ছে ম্যাচিং স্টোনের দুল
ফ্লোরাল কো–অর্ড সেটে ফ্রেমবন্দী হয়েছেন তিনি। স্ট্র্যাপলেস কোরসেট টপ আর বটমে পরেছেন স্কার্ট। কানে শোভা পাচ্ছে ম্যাচিং স্টোনের দুল
১২/১২
লম্বা ট্রেনের কালো স্লিভলেস গাউনে গর্জিয়াস অভিনেত্রী
লম্বা ট্রেনের কালো স্লিভলেস গাউনে গর্জিয়াস অভিনেত্রী
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০২: ৫৫
বিজ্ঞাপন