টালিউডের চেনা মুখ সৌরসেনী মৈত্র। মডেলিংয়ের হাত ধরে ক্যারিয়ারের শুরু হলেও তিনি এখন বাংলা সিনেমার এক জনপ্রিয় তারকা অভিনেত্রী। বর্তমানে বাংলা-হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই দাপটের সঙ্গে কাজ করে চলেছেন সৌরসেনী। মঞ্চাভিনয়েও তিনি নতুন নন। ফ্যাশনের দৌড়েও অভিনেত্রী দশে দশ। বহুগুণে গুণান্বিতা সৌরসেনীর অনুরাগীর সংখ্যাটাও তাই অনেক বেশি । ইনস্টাগ্রামে নিজের স্টাইলিশ আর বোল্ড সব ছবি প্রায়ই শেয়ার করেন তিনি। চলুন, অভিনেত্রীর ইনস্টাগ্রামে ঢুঁ মেরে কিছু লুক দেখে আসি।