জন্মদিনে দেখে নেওয়া যাক এই দুই স্টাইলিশ অভিনেত্রীর মোহনীয় কিছু লুক
শেয়ার করুন
ফলো করুন

অল্প কয়েক বছরেই বলিউডে আলাদা এক অবস্থান গড়ে নিয়েছেন তাপসী পান্নু। অভিনয়-দক্ষতার সঙ্গে সঙ্গে তাঁর ন্যাচারাল মিনিমাল মেকআপের লুক, একঢাল কোঁকড়া চুল আর সহজাত হাসির জন্য তিনি সবার প্রিয়। বিভিন্ন সময় তাঁর নিজস্ব ঘরানার খেয়ালি ফ্যাশনের প্রকাশ আমরা নানা লুকের মাধ্যমে দেখতে পাই। অন্যদিকে এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। তাঁকে আমরা শাড়ি বা এথনিক পোশাকেই বেশি দেখে থাকি। বিশেষ করে ‘সীতা রামম’ সিনেমায় তাঁর বৈচিত্র্যময় শাড়ির লুক একেবারেই আইকনিক ছিল। তবে এই সুন্দরী অভিনেত্রী নিজেকে একটি ইমেজে বন্দী দেখতে চান না একেবারেই। নিজেকে ভেঙে গড়া আর লুককে ঢেলে সাজানোর প্রয়াস স্পষ্ট ফুটে ওঠে তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করা সব ছবিতে। আজ এই দুই স্টাইলিশ সু–অভিনেত্রীর জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁদের বিশেষ কিছু লুকের ছবি।

১/১২
শাড়িতে স্বচ্ছন্দ তাপসী। চুল মাঝেমধ্যে সোজা করে স্টাইল করেন তিনি। মেকআপে পছন্দ মিনিমাল সাজ।
শাড়িতে স্বচ্ছন্দ তাপসী। চুল মাঝেমধ্যে সোজা করে স্টাইল করেন তিনি। মেকআপে পছন্দ মিনিমাল সাজ।
বিজ্ঞাপন
২/১২
তামা রঙের স্ট্রাকচার্ড ড্রেপ দেওয়া ওয়ান শোল্ডার গাউনে ম্রুনাল।
তামা রঙের স্ট্রাকচার্ড ড্রেপ দেওয়া ওয়ান শোল্ডার গাউনে ম্রুনাল।
বিজ্ঞাপন
৩/১২
স্টাইলিশ তাপসী এখানে পরেছেন সবুজ স্ট্র্যাপলেস জাম্পস্যুট। চশমাটি দারুণ মানানসই।
স্টাইলিশ তাপসী এখানে পরেছেন সবুজ স্ট্র্যাপলেস জাম্পস্যুট। চশমাটি দারুণ মানানসই।
৪/১২
ম্রুনালের স্টোনের কাজ করা জমকালো লেহেঙ্গায় ফুটে উঠেছে এথনিক স্টাইল।
ম্রুনালের স্টোনের কাজ করা জমকালো লেহেঙ্গায় ফুটে উঠেছে এথনিক স্টাইল।
৫/১২
লেদার ফিনিশের কালো স্ট্র্যাপলেস টপ আর স্কার্টে তাপসী।
লেদার ফিনিশের কালো স্ট্র্যাপলেস টপ আর স্কার্টে তাপসী।
৬/১২
 ব্রালেট ইনারের সঙ্গে ঝলমলে এমব্রয়ডারি করা কালো শিয়ার ফেব্রিকের ড্রেসটি সত্যিই আকর্ষণীয়।
ব্রালেট ইনারের সঙ্গে ঝলমলে এমব্রয়ডারি করা কালো শিয়ার ফেব্রিকের ড্রেসটি সত্যিই আকর্ষণীয়।
৭/১২
শুধু পোশাক নয়, ম্রুনালের বডি ল্যাঙ্গুয়েজেও বোল্ড আমেজ। এখানে তিনি পরেছেন স্লিভলেস সাদা-নীল ডুরে ডিজাইনের ড্রেস।
শুধু পোশাক নয়, ম্রুনালের বডি ল্যাঙ্গুয়েজেও বোল্ড আমেজ। এখানে তিনি পরেছেন স্লিভলেস সাদা-নীল ডুরে ডিজাইনের ড্রেস।
৮/১২
এখানে তাপসীকে চেনা দায়। শিফন মনোক্রোম শাড়ি আর ব্যাকলেস ব্লাউজে তিনি আবেদনময়ী ন্যাচারাল লুকে।
এখানে তাপসীকে চেনা দায়। শিফন মনোক্রোম শাড়ি আর ব্যাকলেস ব্লাউজে তিনি আবেদনময়ী ন্যাচারাল লুকে।
৯/১২
লাল শাড়ির ঐতিহ্যবাহী সাজে ফ্রেমবন্দী হয়েছেন ম্রুনাল।
লাল শাড়ির ঐতিহ্যবাহী সাজে ফ্রেমবন্দী হয়েছেন ম্রুনাল।
১০/১২
আবারও বৈশিষ্ট্যপূর্ণ চুল নজর কাড়ছে। কালো ফুলস্লিভ বডিস্যুট আর লম্বা কালো বুটে স্মার্ট লুকে তাপসী।
আবারও বৈশিষ্ট্যপূর্ণ চুল নজর কাড়ছে। কালো ফুলস্লিভ বডিস্যুট আর লম্বা কালো বুটে স্মার্ট লুকে তাপসী।
১১/১২
সবুজ ব্রালেট আর র‍্যাপ স্কার্টের সঙ্গে কালো জ্যাকেট পরেছেন এই সুন্দরী অভিনেত্রী।
সবুজ ব্রালেট আর র‍্যাপ স্কার্টের সঙ্গে কালো জ্যাকেট পরেছেন এই সুন্দরী অভিনেত্রী।
১২/১২
কোঁকড়া চুল আর আকর্ষণীয় ফিগার—এই দুই বৈশিষ্ট্য আলাদা করেছে তাপসী পান্নুকে। পরেছেন ট্রেন্ডি নিটেড ফেব্রিকের মিনিড্রেস আর জ্যাকেট।
কোঁকড়া চুল আর আকর্ষণীয় ফিগার—এই দুই বৈশিষ্ট্য আলাদা করেছে তাপসী পান্নুকে। পরেছেন ট্রেন্ডি নিটেড ফেব্রিকের মিনিড্রেস আর জ্যাকেট।
প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ১২: ৩৭
বিজ্ঞাপন