সাদা ড্রেসে নুসরাত ফারিয়ার ডেইলি ভিটামিন ডি ডোজ
শেয়ার করুন
ফলো করুন

নুসরাত ফারিয়া মানেই গ্ল্যামারাস ব্যক্তিত্ব। তবে শুধু গ্ল্যামার নয়, তিনি জানেন কীভাবে স্নিগ্ধতাকেও স্টাইলে রূপ দিতে হয়। দেশের জনপ্রিয় এই অভিনেত্রীর সৌন্দর্য একেবারেই অন্য রকম। যেকোনো সাজপোশাক তিনি সাবলীলভাবে নিজের মধ্যে ধারণ করে নেন। সম্প্রতি অভিনেত্রীর সাদা ড্রেসের লুকটি বেশ পছন্দ হয়েছে ফ্যাশনপ্রেমীদের। ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে তিনি প্রতিদিন ভিটামিন ডি গ্রহণ করার বিষয়েও জানিয়েছেন। রইল বিস্তারিত...

১/৭
সকালের রোদের পরশে নিজেকে মেলে ধরেছেন নুসরাত ফারিয়া। রোজ ভিটামিন ডি গ্রহণ করা যে জরুরি, সেটাই তিনি ছবির ক্যাপশনে জানিয়েছেন।
সকালের রোদের পরশে নিজেকে মেলে ধরেছেন নুসরাত ফারিয়া। রোজ ভিটামিন ডি গ্রহণ করা যে জরুরি, সেটাই তিনি ছবির ক্যাপশনে জানিয়েছেন।
বিজ্ঞাপন
২/৭
সাদা সুতির সামার ড্রেস, ন্যাচারাল মেকআপ আর খোলা চুল—সব মিলিয়ে একেবারে যেন ‘সানকিসড গ্লো’-এর পারফেক্ট উদাহরণ তিনি।
সাদা সুতির সামার ড্রেস, ন্যাচারাল মেকআপ আর খোলা চুল—সব মিলিয়ে একেবারে যেন ‘সানকিসড গ্লো’-এর পারফেক্ট উদাহরণ তিনি।
বিজ্ঞাপন
৩/৭
সবুজে ঘেরা শান্ত পার্কে বেঞ্চে বসে চোখ বন্ধ করে সূর্যের দিকে মুখ তুলে ধরেছেন তিনি—এ মুহূর্তটাই যেন বলে দেয়, শরীর ও মনের প্রয়োজনেই রোদকে আলিঙ্গন করছেন অভিনেত্রী।
সবুজে ঘেরা শান্ত পার্কে বেঞ্চে বসে চোখ বন্ধ করে সূর্যের দিকে মুখ তুলে ধরেছেন তিনি—এ মুহূর্তটাই যেন বলে দেয়, শরীর ও মনের প্রয়োজনেই রোদকে আলিঙ্গন করছেন অভিনেত্রী।
৪/৭
ভিটামিন ডি শুধু হাড় নয়, মুড ও ইমিউনিটির জন্যও জরুরি। স্বাস্থ্য আর রূপসচেতন ফারিয়া সেটাই তুলে ধরেছেন তাঁর ছবিতে।
ভিটামিন ডি শুধু হাড় নয়, মুড ও ইমিউনিটির জন্যও জরুরি। স্বাস্থ্য আর রূপসচেতন ফারিয়া সেটাই তুলে ধরেছেন তাঁর ছবিতে।
৫/৭
তবে আলাদাভাবে নজর কাড়ছে তাঁর স্নিগ্ধ সামার লুক। স্লিভলেস আর স্লিট ড্রেসে ধরা পড়েছে আরাম।
তবে আলাদাভাবে নজর কাড়ছে তাঁর স্নিগ্ধ সামার লুক। স্লিভলেস আর স্লিট ড্রেসে ধরা পড়েছে আরাম।
৬/৭
 ড্রেসের ডিপ নেকলাইনের সঙ্গে লাল পাথরের ছোট্ট পেনড্যান্ট যোগ করেছে উষ্ণতা। হাতে পরেছেন মিনিমাল ব্রেসলেট।
ড্রেসের ডিপ নেকলাইনের সঙ্গে লাল পাথরের ছোট্ট পেনড্যান্ট যোগ করেছে উষ্ণতা। হাতে পরেছেন মিনিমাল ব্রেসলেট।
৭/৭
ফারিয়ার মুখে প্রশান্তি আর তৃপ্তির যে ঝলক দেখা যাচ্ছে, তা যেন বলে দেয়—এই ভিটামিন ডি ডোজ তাঁর মনের রিসেট বাটন।
ফারিয়ার মুখে প্রশান্তি আর তৃপ্তির যে ঝলক দেখা যাচ্ছে, তা যেন বলে দেয়—এই ভিটামিন ডি ডোজ তাঁর মনের রিসেট বাটন।
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০১: ৫৪
বিজ্ঞাপন