প্রার্থনা ফারদিন দীঘি। ২০০৬ সালে ‘কাবুলিওয়ালা’ সিনেমা দিয়ে ছোটবেলায় চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন তিনি। নিষ্পাপ মুখশ্রী ও সাবলীল পর্দা উপস্থিতি দিয়ে জিতে নেন লাখো ভক্তের হৃদয়। এরপর ২০১০ সাল পর্যন্ত বিভিন্ন সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করে জনপ্রিয় হয়ে ওঠেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি শিশুশিল্পী হিসেবে। এরপর কিছুটা বিরতি দিয়েই অভিনয়জগতে ফিরে এসেছেন এই সুন্দরী অভিনেত্রী। নিজেকে সুপারফিট করে তুলে তবেই পুরোদমে মডেলিং আর অভিনয় শুরু করেছেন তিনি। শিশুশিল্পীর সুইট-কিউট ইমেজ থেকে বেরিয়ে দীঘি এখন জেন-জি অভিনেত্রীদের মধ্যে নিজের আলাদা অবস্থান গড়ে তুলেছেন। ওটিটিতেও নিয়মিত কাজ করছেন। আর সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো, নিজেকে মনের মতো করে উপস্থাপন করে আকর্ষণ ছড়াতে তিনি একেবারে সুপারফিট হয়ে উঠেছেন এখন। আজ জন্মদিনে চলুন এই অভিনেত্রীর ইনস্টাগ্রাম ও ফেসবুকে ঢুঁ মেরে তাঁর আকর্ষণীয় লুকের ছবিগুলো দেখে আসা যাক।
ছবি: দিঘীর ইন্সটাগ্রাম