২৫ বছর আগের বিয়ের পোশাকেই রজতজয়ন্তী পালন করলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় 'পাওয়ার কাপল'
শেয়ার করুন
ফলো করুন

'দেখ কী খুঁজে পেয়েছি'! এমন উচ্ছসিত ক্যাপশনে দুজনেই নিজেদের বিয়ের রজতজয়ন্তী উদযাপনের ছবি পোস্ট করেছেন। কথা হচ্ছে ব্রিটিশ সঙ্গীত তারকা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া বেকহ্যাম ও সর্বকালের সর্বসেরা ফুটবল তারকাদের একজন, ডেভিড বেকহ্যামের। বলাইবাহুল্য, বেকহ্যামও ব্রিটিশ। বিয়ের রজতজয়ন্তীতে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই জুটি ভক্তদের প্রশংসায় ভাসছেন। তার কারণ, সেই ২৫ বছর আগের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের নজরকাড়া যুগুল পোশাক পরেই তাঁরা বিবাহবার্ষিকী উদযাপন করলেন।

২৫ বছর আগের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের নজরকাড়া যুগুল পোশাক পরেই তাঁরা বিবাহবার্ষিকী উদযাপন করলেন
২৫ বছর আগের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের নজরকাড়া যুগুল পোশাক পরেই তাঁরা বিবাহবার্ষিকী উদযাপন করলেন
বেকহ্যামের ইন্সটাগ্রাম

১৯৯৯ সালে যখন তাঁদের বিয়ে হয়। আর বিশ্বের তারকা যুগলদের মধ্যে পাওয়ার কাপল বলেই তাঁরা পরিচিত। কারণ চারিদিকে সম্পর্কের ভাঙাগড়ার মাঝে তাঁরা চার সন্তান নিয়ে সুখের সংসার করছেন ২৫ বছর ধরে। আর দিন দিন যেন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছেন ভিক্টোরিয়া আর বেকহ্যাম দুজনেই। সেই সঙ্গে ধরে রেখেছেন ঈর্ষণীয় ফিটনেস। আর তাঁর প্রমাণ হলো, সেই ২৫ বছর আগের পোশাক বিলকুল ফিট করেছে তাঁদেরকে। জানা গেছে মাপের কোনো রকম অলটারেশন করা হয় নি এখানে।

সেদিন ছোট্ট ব্রুকলিনও ম্যাচিং বেগুনি পোশাক পরেছিলেন
সেদিন ছোট্ট ব্রুকলিনও ম্যাচিং বেগুনি পোশাক পরেছিলেন
ভিক্টোরিয়ার ইন্সটাগ্রাম

বিয়ের রিসেপশনে অবশ্য ভিক্টোরিয়া আর বেকহ্যামের সঙ্গে ছিলেন তাঁদের চার মাস বয়সী পুত্র ব্রুকলিন। সেদিন ছোট্ট ব্রুকলিনও ম্যাচিং বেগুনি পোশাক পরেছিলেন।

বিজ্ঞাপন

এখনকার ছবিতে দেখা যাচ্ছে, 'পশ স্পাইস' নামে পরিচিত  ভিক্টোরিয়া পরেছেন এক কাঁধে লাল-বেগুনি ফুলেল ডিটেইলিং দেওয়া অফ দ্য শোল্ডার বডিকন ডিজাইনের হাই থাই স্লিট গাউন। পুরো দৈর্ঘ্যের গাউনের ওপরে বেগুনি স্যাটিনের ফেব্রিক আর ঘেরের ভেতরে টকটকে লাল একই ফেব্রিক। থাই স্লিট ডিজাইনের কল্যাণে দেখা যাচ্ছে, জুতার সঙ্গে সংযুক্ত স্ট্র্যাপ ওপর পর্যন্ত উথে গেছে। খোলা চুলে সফট কার্লসে মোহনীয় লাগছে তাঁকে।

দিন দিন যেন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছেন ভিক্টোরিয়া আর বেকহ্যাম দুজনেই
দিন দিন যেন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছেন ভিক্টোরিয়া আর বেকহ্যাম দুজনেই
বেকহ্যামের ইন্সটাগ্রাম

ডেভিড বেকহ্যাম পরেছেন ম্যাচিং বেগুনি ফ্লাইং কলার শার্টের সঙ্গে বেগুনি স্যাটিন স্যুট। সিঙ্গেল লেপেলের র‍্যাপ স্টাইল জ্যাকেটের বাম পাশে বুকের কাছে পকেট স্কোয়্যারের বদলে আছে বেগুনি ফুল। সুন্দর ফিটিংয়ের ট্রাউজার্সের সঙ্গে নজর কাড়ছে বেগুনি জুতা জোড়া।

বিজ্ঞাপন

২৫ বছর আগের রিসেপশনের ছবিতে বেকহ্যামের কোলে চার মাসের ব্রুকলিনও ম্যাচিং বেগুনি জামা ও প্যান্ট পরা।

২৫ বছর আগের রিসেপশনের ছবি
২৫ বছর আগের রিসেপশনের ছবি
বেকহ্যামের ইন্সটাগ্রাম

মাথায় শেরিফ হ্যাট আর পায়ে বেগুনি জুতা পরানো হয়েছিল তাঁকে। এখন ২৫ বছরের হ্যান্ডসাম ব্রুকলিন অবশ্য এই ফটোশুটে অংশ নেন নি।

ছোট ব্রুকলিনের আউটফিট এক টেডি বেয়ারকে পরিয়ে কোলে নিয়ে বসে আছেন বেকহ্যাম
ছোট ব্রুকলিনের আউটফিট এক টেডি বেয়ারকে পরিয়ে কোলে নিয়ে বসে আছেন বেকহ্যাম
ভিক্টোরিয়ার ইন্সটাগ্রাম

বরং অত্যন্ত মজার এক ছবিতে দেখা যাচ্ছে, সেদিনের ছোট ব্রুকলিনের আউটফিট এক টেডি বেয়ারকে পরিয়ে কোলে নিয়ে ভিক্টোরিয়ার পাশে বসে আছেন বেকহ্যাম।

রিসেপশনের দিন ভিক্টোরিয়া ছিলেন তাঁর ছোট চুলের লুকে
রিসেপশনের দিন ভিক্টোরিয়া ছিলেন তাঁর ছোট চুলের লুকে
বেকহ্যামের ইন্সটাগ্রাম
এখনকার ফটোশুটে এই যুগলকে দেখা যাচ্ছে সিংহাসনে বসে থাকতে
এখনকার ফটোশুটে এই যুগলকে দেখা যাচ্ছে সিংহাসনে বসে থাকতে
ভিক্টোরিয়ার ইন্সটাগ্রাম

রিসেপশনের দিন ভিক্টোরিয়া ছিলেন তাঁর স্পাইস গার্লস ব্যান্ডের ছোট চুলের লুকে। এখনকার ফটোশুটে এই যুগলকে দেখা যাচ্ছে সিংহাসনে বসে থাকতে। আসলেই রাজকীয় লাগছে দেখতে তাঁদেরকে। ছবি পোস্ট করে মা ভিক্টোরিয়া চার ছেলে মেয়ে ব্রুকলিন, রোমিও, ক্রুজ আর হার্পারের প্রতি ভালোবাসা জানিয়েছেন ক্যাপশনে।

সূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ১৮: ৩১
বিজ্ঞাপন