মনামী ঘোষের ব্ল্যাক ম্যাজিক
শেয়ার করুন
ফলো করুন

মিষ্টি হাসি, প্রাণবন্ত উপস্থিতি আর নজরকাড়া স্টাইল সেন্স—এই তিনটি শব্দেই যেন ধরা যায় অভিনেত্রী মনামী ঘোষকে। বয়সের হিসেবে চল্লিশ পার করলেও তাঁকে দেখলে মনে হয় সদ্য কৈশোর পেরোনো কোনো স্টাইলিশ জেন-জি তরুণী। বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক নির্বাচন, হেয়ারস্টাইল—সবকিছুতেই তিনি সমানে টক্কর দিচ্ছেন বর্তমান প্রজন্মের ট্রেন্ডসেটারদের সঙ্গে। সম্প্রতি অভিনেত্রী ফ্রেমবন্দী হয়েছেন কালো আউটফিটের দুটি ভিন্ন লুকে। ছবির গল্পে লুকের আদ্যোপান্ত জেনে আসি চলুন

কোরসেট ড্রেসে রেট্রো রোমান্টিক গ্ল্যাম

১/১২
কালো করসেট-স্টাইলের মিনিড্রেসে তিনি যেন ফিরিয়ে এনেছেন পুরোনো হলিউড গ্ল্যাম আমেজ
কালো করসেট-স্টাইলের মিনিড্রেসে তিনি যেন ফিরিয়ে এনেছেন পুরোনো হলিউড গ্ল্যাম আমেজ
২/১২
 স্ট্র্যাপলেস আর বডি-হাগিং ড্রেসের সঙ্গে পরতে অভিনেত্রী বেছে নিয়েছেন সিলভার পয়েন্টেড স্টিলেটো হিল
স্ট্র্যাপলেস আর বডি-হাগিং ড্রেসের সঙ্গে পরতে অভিনেত্রী বেছে নিয়েছেন সিলভার পয়েন্টেড স্টিলেটো হিল
৩/১২
রোজি পিংক ব্লাশ, ক্ল্যাসিক উইংড আইলাইনার আর লাল লিপস্টিকে সেজেছেন মনামী। আর কানে শোভা পাচ্ছে ইতালির ব্র্যান্ড মিউ মিউয়ের স্টেটমেন্ট স্টাড
রোজি পিংক ব্লাশ, ক্ল্যাসিক উইংড আইলাইনার আর লাল লিপস্টিকে সেজেছেন মনামী। আর কানে শোভা পাচ্ছে ইতালির ব্র্যান্ড মিউ মিউয়ের স্টেটমেন্ট স্টাড
৪/১২
বিশেষ নজর কাড়ছে এই স্টাইলিশ হেয়ারস্টাইলটিও। কালো লেস বো পুরো লুকের রেট্রো-রোমান্টিক টাচ যোগ করেছে
বিশেষ নজর কাড়ছে এই স্টাইলিশ হেয়ারস্টাইলটিও। কালো লেস বো পুরো লুকের রেট্রো-রোমান্টিক টাচ যোগ করেছে
৫/১২
এই ড্রেসে মনামী যেন হয়ে উঠেছেন এক স্টাইলিশ গ্ল্যাম ডিভা।
এই ড্রেসে মনামী যেন হয়ে উঠেছেন এক স্টাইলিশ গ্ল্যাম ডিভা।
৬/১২
জেন–জি ভাইবের এমন আবেদন জাগানো লুকে প্রায়ই তিনি মাতিয়ে রাখেন ভক্তদের।
জেন–জি ভাইবের এমন আবেদন জাগানো লুকে প্রায়ই তিনি মাতিয়ে রাখেন ভক্তদের।
বিজ্ঞাপন

পার্টি পারফেক্ট অল ব্ল্যাক লুক

৭/১২
অল ব্ল্যাক লুকে উষ্ণতা ছড়াচ্ছেন মনামী।
অল ব্ল্যাক লুকে উষ্ণতা ছড়াচ্ছেন মনামী।
৮/১২
একেবারে বোল্ড ও গ্ল্যামারাস লুকে তিনি পরেছেন ডিপ নেকলাইনের ফুলস্লিভ ভেলভেট টপ, সঙ্গে মিনি স্কার্ট
একেবারে বোল্ড ও গ্ল্যামারাস লুকে তিনি পরেছেন ডিপ নেকলাইনের ফুলস্লিভ ভেলভেট টপ, সঙ্গে মিনি স্কার্ট
৯/১২
সুন্দর এই পার্টি আমেজের আউটফিটের সঙ্গে পায়ে ম্যাচিং ব্ল্যাক স্টিলেটো হিল জুটি হয়েছে
সুন্দর এই পার্টি আমেজের আউটফিটের সঙ্গে পায়ে ম্যাচিং ব্ল্যাক স্টিলেটো হিল জুটি হয়েছে
১০/১২
সঙ্গে ছিল দিওরের বিলাসবহুল ভ্যানিটি কেস ব্যাগ, যা পুরো স্টাইলিংয়ে এনেছে লাক্সারিয়াস টাচ।
সঙ্গে ছিল দিওরের বিলাসবহুল ভ্যানিটি কেস ব্যাগ, যা পুরো স্টাইলিংয়ে এনেছে লাক্সারিয়াস টাচ।
১১/১২
গালে হালকা গোলাপি ব্লাশ ও হাইলাইটার, ঠোঁটে পিচি ন্যুড লিপস্টিক আর চোখ সাজিয়েছেন ক্যাট আই স্টাইলের আইলাইনারে।
গালে হালকা গোলাপি ব্লাশ ও হাইলাইটার, ঠোঁটে পিচি ন্যুড লিপস্টিক আর চোখ সাজিয়েছেন ক্যাট আই স্টাইলের আইলাইনারে।
১২/১২
মনামীর লুকে আলাদাভাবে নজর কাড়ছে তাঁর হেয়ারস্টাইল। কালো ফিতা বা রিবনে বাঁধা বিনুনির সঙ্গে ফ্রন্ট ফ্রিঞ্জ হেয়ারকাটে স্টাইল করেছেন অভিনেত্রী
মনামীর লুকে আলাদাভাবে নজর কাড়ছে তাঁর হেয়ারস্টাইল। কালো ফিতা বা রিবনে বাঁধা বিনুনির সঙ্গে ফ্রন্ট ফ্রিঞ্জ হেয়ারকাটে স্টাইল করেছেন অভিনেত্রী
বিজ্ঞাপন
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০২: ৩৯
বিজ্ঞাপন