মিষ্টি হাসি, প্রাণবন্ত উপস্থিতি আর নজরকাড়া স্টাইল সেন্স—এই তিনটি শব্দেই যেন ধরা যায় অভিনেত্রী মনামী ঘোষকে। বয়সের হিসেবে চল্লিশ পার করলেও তাঁকে দেখলে মনে হয় সদ্য কৈশোর পেরোনো কোনো স্টাইলিশ জেন-জি তরুণী। বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক নির্বাচন, হেয়ারস্টাইল—সবকিছুতেই তিনি সমানে টক্কর দিচ্ছেন বর্তমান প্রজন্মের ট্রেন্ডসেটারদের সঙ্গে। সম্প্রতি অভিনেত্রী ফ্রেমবন্দী হয়েছেন কালো আউটফিটের দুটি ভিন্ন লুকে। ছবির গল্পে লুকের আদ্যোপান্ত জেনে আসি চলুন