পশ্চিমবঙ্গের সুন্দরী অভিনেত্রী মিমি চক্রবর্তীর আবেদনময় সৌন্দর্যে মজে থাকেন সবাই। প্রায়ই তাঁকে আমরা দেখি নানা আকর্ষণীয় পোশাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করতে। সম্প্রতি কালো পোশাকের লুকে নজর কেড়েছেন তিনি।
১/৭
মিমির চমৎকার ফিগারে সব পোশাকই মানিয়ে যায় খুব। টিভি পর্দা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রতিটি লুক ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি
সেজেছেন ন্যুড পিংক মেকআপে। আইলাইনার আর আইশ্যাডো দেওয়া তাঁর লেন্স পরা চোখে।
৬/৭
আলো-আঁধারির খেলা ছবিতে এনেছে সিনেম্যাটিক আবহ। উত্তাপ ছড়াচ্ছে কোমরের ট্যাটুও।
৭/৭
মিমির আত্মবিশ্বাসী ভঙ্গি ও এক্সপ্রেশন যেন প্রতিটি ফ্রেমে বলে দিচ্ছে—স্টাইল মানেই নিজস্বতা। কালোর এই বহুমাত্রিক আবেদন যে কখনো পুরোনো হয় না, তা আবারও প্রমাণ করলেন মিমি চক্রবর্তী।