
জনপ্রিয় ধারাবাহিক নাটক 'ব্যাচেলর পয়েন্টে' তুমুল নজর কেড়েছিলেন তিনি। মিলিয়ন ভিউ পাওয়া আরও সব নাটকে নায়িকা হয়েছেন এই অপরূপা সুন্দরী অভিনেত্রী। এর মধ্যে আছে 'ফ্যামিলি ক্রাইসিস' আর 'গার্লফ্রেন্ড যখন বস'। এরপর সানজানা সরকার রিয়া যেন হারিয়েই গেলেন অভিনয় জগত থেকে। তবে সামাজিক মাধ্যমে প্রায়ই দেখা যায় তাঁর নানা চোখজুড়ানো লুক।








ছবি: ইন্সটাগ্রাম