নতুন প্রজন্মের অভিনেত্রী প্রার্থনা ফারদীন দীঘি। 'কিউট' তকমা ঝেড়ে আর নিজের ফিটনেসের প্রতি ফোকাস রেখে এই সুন্দরী অভিনেত্রী এখন গ্ল্যামারাস অবতারে সকলের সামনে আসছেন প্রায়ই। আর ঈদ ফ্যাশনে জমকালো কাতান শাড়ির লুকে দেখা যাচ্ছে তাঁকে ইন্সটাগ্রামে। ঈদে অন্য যেকোনো পোশাক পরলেও শাড়ির সাজের তুলনা হয়না আসলে। নতুন প্রজন্মের কিশোরী-তরুণীরা দীঘির এই শাড়ির লুকগুলো থেকে নিশ্চিতভাবে অনুপ্রেরণা পেতে পারেন ঈদের সাজের। চমৎকার শাড়িগুলো বাংলাদেশে বসবাসরত ভারতীয় নকশাকার প্রীতি মোদীর ফ্যাশন উদ্যোগ কিয়ারা বাই প্রীতি মোদীর ঈদ কালেকশনের।