ঈদ ফ্যাশনে তারকারা: প্রার্থনা ফারদিন দীঘি
শেয়ার করুন
ফলো করুন

নতুন প্রজন্মের অভিনেত্রী প্রার্থনা ফারদীন দীঘি। 'কিউট' তকমা ঝেড়ে আর নিজের ফিটনেসের প্রতি ফোকাস রেখে এই সুন্দরী অভিনেত্রী এখন গ্ল্যামারাস অবতারে সকলের সামনে আসছেন প্রায়ই। আর ঈদ ফ্যাশনে জমকালো কাতান শাড়ির লুকে দেখা যাচ্ছে তাঁকে ইন্সটাগ্রামে। ঈদে অন্য যেকোনো পোশাক পরলেও শাড়ির সাজের তুলনা হয়না আসলে। নতুন প্রজন্মের কিশোরী-তরুণীরা দীঘির এই শাড়ির লুকগুলো থেকে নিশ্চিতভাবে অনুপ্রেরণা পেতে পারেন ঈদের সাজের। চমৎকার শাড়িগুলো বাংলাদেশে বসবাসরত ভারতীয় নকশাকার প্রীতি মোদীর ফ্যাশন উদ্যোগ কিয়ারা বাই প্রীতি মোদীর ঈদ কালেকশনের।

১/৮
সোনালি আভার ঘিয়ে রঙা সিল্কের শাড়ির সঙ্গে দীঘি পরেছেন উঁচু গলার আভিজাত্যময় লাল ভেলভেটের ব্লাউজ।
সোনালি আভার ঘিয়ে রঙা সিল্কের শাড়ির সঙ্গে দীঘি পরেছেন উঁচু গলার আভিজাত্যময় লাল ভেলভেটের ব্লাউজ।
বিজ্ঞাপন
২/৮
টেনে বাঁধা চুলের সঙ্গে দারুণ মানিয়েছে দীঘির কানে গলায় ভারি জড়োয়া গয়না  আর হাতের বালা
টেনে বাঁধা চুলের সঙ্গে দারুণ মানিয়েছে দীঘির কানে গলায় ভারি জড়োয়া গয়না আর হাতের বালা
বিজ্ঞাপন
৩/৮
টকটকে কমলা সিল্কে সোনালি ডুরে প্যাটার্ন আর  পাড়েও সোনালি জরির বুননে কারুকাজ করা। সঙে দীঘি পরেছেন সোনালি ব্লাউজ।
টকটকে কমলা সিল্কে সোনালি ডুরে প্যাটার্ন আর পাড়েও সোনালি জরির বুননে কারুকাজ করা। সঙে দীঘি পরেছেন সোনালি ব্লাউজ।
৪/৮
জমকালো চোকার আর কানে দুল পরেছেন দীঘি। হাতে রয়েছে বালা ও আংটি
জমকালো চোকার আর কানে দুল পরেছেন দীঘি। হাতে রয়েছে বালা ও আংটি
৫/৮
আসমানী নীল জমিনে রূপালি জরির কারুকাজ বুননে। কন্ট্রাস্ট ম্যাজেন্টা ব্লাউজটি নজর কাড়ছে। সঙ্গে দীঘি পরেছেন চোকার নেকপিস আর চুলে এক গুচ্ছ হলুদ গোলাপ
আসমানী নীল জমিনে রূপালি জরির কারুকাজ বুননে। কন্ট্রাস্ট ম্যাজেন্টা ব্লাউজটি নজর কাড়ছে। সঙ্গে দীঘি পরেছেন চোকার নেকপিস আর চুলে এক গুচ্ছ হলুদ গোলাপ
৬/৮
দীঘির এই শাড়িতে কালো সিল্কে ফুলেল নকশার বুনন, পাড়ে অ্যান্টিক জরীর কাজ। সঙ্গে ম্যাচিং ব্লাউজ।
দীঘির এই শাড়িতে কালো সিল্কে ফুলেল নকশার বুনন, পাড়ে অ্যান্টিক জরীর কাজ। সঙ্গে ম্যাচিং ব্লাউজ।
৭/৮
দীঘি এই জমকালো শাড়ির সঙ্গে পরেছেন তেমনই এক বারি চোকার আর কানে ছোট দুল।
দীঘি এই জমকালো শাড়ির সঙ্গে পরেছেন তেমনই এক বারি চোকার আর কানে ছোট দুল।
৮/৮
বেগুনি জমিনে দীঘির এই শাড়িতে সোনালি জরির ফুলেল বুনন আর ঐতিহ্যবাহী ডিজাইনের পাড়।
বেগুনি জমিনে দীঘির এই শাড়িতে সোনালি জরির ফুলেল বুনন আর ঐতিহ্যবাহী ডিজাইনের পাড়।
প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০২: ৪৯
বিজ্ঞাপন