নতুন সিনেমার অপেক্ষায় ঢালিউডের এই সম্ভাবনাময়, স্টাইলিশ অভিনেত্রী
শেয়ার করুন
ফলো করুন

‘নায়ক’ সিনেমার মধ্য দিয়ে অভিনয়জীবন শুরু করেন চিত্রনায়িকা অধরা খান। এরপর করেছেন বেশকিছু সিনেমা। মুক্তির অপেক্ষায়ও রয়েছে তাঁর কাজ। তবে অভিনয়শিল্পীর পাশাপাশি তাঁর ঝুলিতে যোগ হয়েছে আরও একটি পালক। নতুন প্রজন্মের এই সম্ভাবনাময় অভিনেত্রী একজন খাঁটি ফ্যাশনিস্তা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা নানা সময়ের আকর্ষণীয় ফ্যাশনেবল ছবিগুলো বেশ পছন্দ করেন তাঁর অনুরাগীরা। ধারালো ফিফার, নজরকারা মুখশ্রী আর স্টাইল সেন্সের জন্য তাঁকে দশে দশ দেওয়াই যায়। সামনেই আসছে তাঁর নতুন দুটি সিনেমা। ছবির গল্পে এই নায়িকার সাজপোশাকের নানা লুক দেখে আসি চলুন।

১/১২
মেশ নিটেড ড্রেসে আবেদন ছড়াচ্ছেন নায়িকা। এক কানে শোভা পাচ্ছে আকর্ষণীয় স্টেটমেন্ট এয়ারকাফ
মেশ নিটেড ড্রেসে আবেদন ছড়াচ্ছেন নায়িকা। এক কানে শোভা পাচ্ছে আকর্ষণীয় স্টেটমেন্ট এয়ারকাফ
বিজ্ঞাপন
২/১২
 জাম্পস্যুটের ওপর একরঙা ক্যাজুয়াল ব্লেজার । মাথায় ম্যাচিং হ্যাট। রেড লিপস আর স্মোকি আই মেকআপে অধরা
জাম্পস্যুটের ওপর একরঙা ক্যাজুয়াল ব্লেজার । মাথায় ম্যাচিং হ্যাট। রেড লিপস আর স্মোকি আই মেকআপে অধরা
বিজ্ঞাপন
৩/১২
স্টোন আর মিরর ওয়ার্ক করা সিলভার শাড়ি-ব্লাউজের সঙ্গে ম্যাচিং জুয়েলারি পরে বেশ জমকালো সাজে ধরা দিয়েছেন তিনি
স্টোন আর মিরর ওয়ার্ক করা সিলভার শাড়ি-ব্লাউজের সঙ্গে ম্যাচিং জুয়েলারি পরে বেশ জমকালো সাজে ধরা দিয়েছেন তিনি
৪/১২
সমুদ্রবিলাসে নায়িকা বেছে নিয়েছেন সাইড স্লিট কালো গাউন
সমুদ্রবিলাসে নায়িকা বেছে নিয়েছেন সাইড স্লিট কালো গাউন
৫/১২
 হলুদ জামার সঙ্গে অভিনেত্রীর ঢেউখেলানো ছেড়ে রাখা চুল,  মেকআপ, হাতে নেওয়া ফুল আর কানে পরা ফ্লোরাল দুল বেশ মানিয়ে গেছে।
হলুদ জামার সঙ্গে অভিনেত্রীর ঢেউখেলানো ছেড়ে রাখা চুল,  মেকআপ, হাতে নেওয়া ফুল আর কানে পরা ফ্লোরাল দুল বেশ মানিয়ে গেছে।
৬/১২
ন্যুডল স্ট্রেপের ডিপনেক লাল ড্রেসে আবেদন ছড়াচ্ছেন তিনি। সঙ্গী হয়েছে সানগ্লাস।
ন্যুডল স্ট্রেপের ডিপনেক লাল ড্রেসে আবেদন ছড়াচ্ছেন তিনি। সঙ্গী হয়েছে সানগ্লাস।
৭/১২
বেবি পিংক ব্রালেটের ওপরে নিটওয়্যারের অফ হোয়াইট নটেড জ্যাকেটে লেয়ারিং করেছেন অধরা। সঙ্গে ডেনিম স্কার্ট
বেবি পিংক ব্রালেটের ওপরে নিটওয়্যারের অফ হোয়াইট নটেড জ্যাকেটে লেয়ারিং করেছেন অধরা। সঙ্গে ডেনিম স্কার্ট
৮/১২
সিকুইনের নীল কালো টপ আর ফো লেদারের নীল মিনি স্কার্টের সঙ্গে বুটস পরেছেন তিনি
সিকুইনের নীল কালো টপ আর ফো লেদারের নীল মিনি স্কার্টের সঙ্গে বুটস পরেছেন তিনি
৯/১২
আবেদনময় নিটের টপ ও ম্যাচিং স্কার্টে অধরা
আবেদনময় নিটের টপ ও ম্যাচিং স্কার্টে অধরা
১০/১২
বেইজ-ধূসর স্লিপড্রেসের সঙ্গে তাঁকে রোদচশমায় দেখা যাচ্ছে
বেইজ-ধূসর স্লিপড্রেসের সঙ্গে তাঁকে রোদচশমায় দেখা যাচ্ছে
১১/১২
গোলাপি জাম্পস্যুট, চোখে ওভারসাইজড সানগ্লাস  আর সাদা অ্যাঙ্কেল বুটে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী
গোলাপি জাম্পস্যুট, চোখে ওভারসাইজড সানগ্লাস  আর সাদা অ্যাঙ্কেল বুটে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী
১২/১২
নিয়ন রঙের মিনি ড্রেসের সঙ্গে এই  স্ট্রেপি হিলের জুটি সত্যিই অসাধারণ একটা লুক এনেছে । এর সঙ্গে চোখে পরেছেন ক্যাট আই সানগ্লাস
নিয়ন রঙের মিনি ড্রেসের সঙ্গে এই  স্ট্রেপি হিলের জুটি সত্যিই অসাধারণ একটা লুক এনেছে । এর সঙ্গে চোখে পরেছেন ক্যাট আই সানগ্লাস

ছবি: অধরা খানের ফেসবুক

প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৪: ২৮
বিজ্ঞাপন