
‘নায়ক’ সিনেমার মধ্য দিয়ে অভিনয়জীবন শুরু করেন চিত্রনায়িকা অধরা খান। এরপর করেছেন বেশকিছু সিনেমা। মুক্তির অপেক্ষায়ও রয়েছে তাঁর কাজ। তবে অভিনয়শিল্পীর পাশাপাশি তাঁর ঝুলিতে যোগ হয়েছে আরও একটি পালক। নতুন প্রজন্মের এই সম্ভাবনাময় অভিনেত্রী একজন খাঁটি ফ্যাশনিস্তা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা নানা সময়ের আকর্ষণীয় ফ্যাশনেবল ছবিগুলো বেশ পছন্দ করেন তাঁর অনুরাগীরা। ধারালো ফিফার, নজরকারা মুখশ্রী আর স্টাইল সেন্সের জন্য তাঁকে দশে দশ দেওয়াই যায়। সামনেই আসছে তাঁর নতুন দুটি সিনেমা। ছবির গল্পে এই নায়িকার সাজপোশাকের নানা লুক দেখে আসি চলুন।












ছবি: অধরা খানের ফেসবুক