লাস্যময়ী রূপ আর অনবদ্য ফ্যাশন সেন্সের জন্যও সুপরিচিত বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি প্রকাশ পাওয়া তাঁর দুটি পার্টি লুক বেশ প্রশংসা পেয়েছে ফ্যাশনিস্তা অনুরাগীদের কাছে।
১/৮
ডিজাইনার সাফিয়া সাথীর নজরকাড়া শাড়ির লুকে সম্প্রতি চোখ ধাঁধিয়েছেন নুসরাত। পার্টি লুকের জন্য একদম পারফেক্ট এই সাজপোশাক
বিজ্ঞাপন
২/৮
শিয়ার গোল্ডেন শাড়ির সঙ্গে জারদৌসি কাজের ব্লাউজে বেশ গর্জিয়াস লাগছে তাঁকে
অভিনেত্রী তাঁর এই লুকের সঙ্গে ছেড়ে রেখেছেন হালকা ঢেউখেলানো চুল। সাদা পাথরের নেকপিস পরেছেন। হাতে মিনিমাল জুয়েলারি আর ঘড়ি
৫/৮
আরেকটি পার্টি লুকেও সম্প্রতি নুসরাত ফারিয়া ফ্রেমবন্দী হয়েছেন। জমকালো আমেজের কামিজ সেট পরেছেন তিনি
৬/৮
ফ্লোরাল এমব্রয়ডারি করা ছোট হাতার কামিজের সঙ্গে নজর কাড়ছে ঘের দেওয়া রঙিন পালাজ্জো। সঙ্গে স্টাইল করেছেন ডলার বসানো ম্যাচিং ওড়না। অভিনেত্রী অনুষঙ্গ হিসেবে বেছে নিয়েছেন খুব সুন্দর একটা পার্লের মিনিবাকেট ব্যাগ
৭/৮
মানানসই চোকার, দুল আর হাতে আংটি, ব্রেসলেটে সেজেছেন তিনি
৮/৮
আউটফিটের সঙ্গে মিলিয়ে ন্যুড পিংক মেকআপ তাঁর সাজে প্রাধান্য পেয়েছে