
বান্দরবানের লামায় বেড়াতে গেলে মিরিঞ্জা ভ্যালিকে এগিয়ে রাখেন সবসময় পর্যটকেরা। সেখানকার এক দারুণ রিসোর্টে সম্প্রতি সময় কাটাতে দেখা গেল অভিনেত্রী সামিয়া অথইকে। নিজের ইন্সটাগ্রামে মিরিঞ্জা সানসেট রিসোর্টে শীতের সকালে উষ্ণতা ছড়ানো সব ছবি শেয়ার করেছেন তিনি। সূর্যস্তের আগে কনে দেখা আলোয় তোলা ছবিগুলোও একেবারে চোখজুড়ানো। আর শীতের সকালে কুয়াশায় ঘেরা মিরিঞ্জা ভ্যালিতে সৃষ্টি হয় এক অপার্থিব সুন্দর দৃশ্য। চলুন তবে এই সুন্দরী অভিনেত্রীর সঙ্গে ছবি ও ভিডিওতে ঘুরে আসি মিরিঞ্জা ভ্যালি থেকে আর দেখে নিই তাঁর আকর্ষণীয় দুই লুক।






ছবি: সামিয়া অথইয়ের ইন্সটাগ্রাম