ফ্যাশন মুহূর্তের দিক থেকে সময়টা ভালো কাটছে বলিউড অভিনেত্রী জাহ্নপবী কাপুরের। একদিকে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া হোমবাউন্ড নিয়ে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে নজর কেড়েছেন সাদা মিউ মিউ ভিনটেজ গাউনে। আবার দেশে আরেকটি সিনেমার প্রিমিয়ারে দেখা দিলেন তিনি চোখজুড়ানো গোলাপি মনীশ মালহোত্রা গাউনে। সবচেয়ে বড় সুখবর হচ্ছে শ্রীদেবী-কন্যার হোমবাউন্ড যাচ্ছে অস্কারে। অভিনয়-দক্ষতা নিয়ে নানা প্রশ্নের মাঝে এটি জাহ্নবীকে এক ধাপ এগিয়ে নিয়ে গেল বলিউডের নতুন তারকাদের মাঝে।
ছবি: ইন্সটাগ্রাম