অস্কারে জাহ্নবীর হোমবাউন্ড, নজর কাড়লেন সাদা মিউ মিউ আর গোলাপি লেহেঙ্গায়
শেয়ার করুন
ফলো করুন

ফ্যাশন মুহূর্তের দিক থেকে সময়টা ভালো কাটছে বলিউড অভিনেত্রী জাহ্নপবী কাপুরের। একদিকে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া হোমবাউন্ড নিয়ে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে নজর কেড়েছেন সাদা মিউ মিউ ভিনটেজ গাউনে। আবার দেশে আরেকটি সিনেমার প্রিমিয়ারে দেখা দিলেন তিনি চোখজুড়ানো গোলাপি মনীশ মালহোত্রা গাউনে। সবচেয়ে বড় সুখবর হচ্ছে শ্রীদেবী-কন্যার হোমবাউন্ড যাচ্ছে অস্কারে। অভিনয়-দক্ষতা নিয়ে নানা প্রশ্নের মাঝে এটি জাহ্নবীকে এক ধাপ এগিয়ে নিয়ে গেল বলিউডের নতুন তারকাদের মাঝে।

১/৬
মিউ মিউয়ের ভিন্টেজ স্টাইলের সাদা ওয়ান শোল্ডার গাউনে নজর কাড়ছে কালো পোলকা ডট
মিউ মিউয়ের ভিন্টেজ স্টাইলের সাদা ওয়ান শোল্ডার গাউনে নজর কাড়ছে কালো পোলকা ডট
বিজ্ঞাপন
২/৬
মনীশ মালহোত্রার শিয়ার ফেব্রিকের গোলাপি লেহেঙ্গা পরেছেন জাহ্নবী
মনীশ মালহোত্রার শিয়ার ফেব্রিকের গোলাপি লেহেঙ্গা পরেছেন জাহ্নবী
বিজ্ঞাপন
৩/৬
খোলা চুল আর হালকা ন্যুড লিপসের সঙ্গে ছোট টপ পরেছেন জাহ্নবী
খোলা চুল আর হালকা ন্যুড লিপসের সঙ্গে ছোট টপ পরেছেন জাহ্নবী
৪/৬
স্লিভলেস টপ আর ফ্লেয়ার দেওয়া চোখজুড়ানো লেহেঙ্গায় সাদা ফুলেল এমব্রয়ডারি আর পার্লের কাজ করা
স্লিভলেস টপ আর ফ্লেয়ার দেওয়া চোখজুড়ানো লেহেঙ্গায় সাদা ফুলেল এমব্রয়ডারি আর পার্লের কাজ করা
৫/৬
রিয়া কাপুরের স্টাইলিং দেখেই চেনা যায়। অভিজাত আমেজের ফো ফারের স্কার্ফ আর কোমরে ব্রুচের মতো এমবেলিশমেন্ট পুরো লুকে এনেছে অন্য মাত্রা
রিয়া কাপুরের স্টাইলিং দেখেই চেনা যায়। অভিজাত আমেজের ফো ফারের স্কার্ফ আর কোমরে ব্রুচের মতো এমবেলিশমেন্ট পুরো লুকে এনেছে অন্য মাত্রা
৬/৬
এখানে বারগ্যান্ডি হাইলাইট করা স্ট্রেইট চুল খুলে রেখেছেন জাহ্নবী। হাতে আংটি, কানে লম্বা ঝুলের দুল আর গোলাপির টাচে মেকওভার নজর কাড়ছে
এখানে বারগ্যান্ডি হাইলাইট করা স্ট্রেইট চুল খুলে রেখেছেন জাহ্নবী। হাতে আংটি, কানে লম্বা ঝুলের দুল আর গোলাপির টাচে মেকওভার নজর কাড়ছে

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০: ০০
বিজ্ঞাপন