
শীত ফ্যাশন যে একঘেয়ে হতে হবে তার মানে নেই। শীত সামলাতে যুতসই শীত ফ্যাশনে সাজাচ্ছেন নিজেদেরকে তারকারা। এরকমই ৬টি আকর্ষণীয় লুকে দেখা দিলেন দুই সুন্দরী অভিনেত্রী সামিরা খান মাহি ও পারসা ইভানা। স্টাইলে এমনিতেই এগিয়ে আছেন তাঁরা দুজনেই। চলুন দেখে আসি কী কী লুকে লুকে শীত সামলাচ্ছেন তাঁরা।






ছবি: ইন্সটাগ্রাম