গ্ল্যামারাস সাজপোশাকে পূজা চেরী
শেয়ার করুন
ফলো করুন

তারকাদের অন্যতম আকর্ষণ তাঁদের সাজপোশাকে। সে হোক যেকোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠান, এয়ারপোর্ট লুক কিংবা ভ্রমণ। সবকিছুতেই তাঁরা স্টাইলিশ আর ফিটফাট। বাংলাদেশের জনপ্রিয় তারকা অভিনেত্রী পূজা চেরীও এ ব্যাপারে একধাপ এগিয়ে। তাঁর সাজপোশাকের প্রতি ফ্যাশনিস্তাদের রয়েছে বিশেষ আগ্রহ। সম্প্রতি অভিনেত্রীকে দেখা গেছে শাড়ি পরা পার্টি লুকে।

আর সেই ছবিগুলো শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে। বেশ প্রশংসাও পেয়েছে তাঁর এই লুক।

পূজা চেরীকে শাড়ির লুকে একটু বেশিই সুন্দর লাগছে এখানে। সাদা শিয়ার ফেব্রিকের শাড়ির সঙ্গে কনুইহাতা ব্লাউজ পরেছেন তিনি। শাড়ির জমিনে সোনালি সুতা আর পুঁতির ফ্লোরাল এমব্রয়ডারি আর জরির বর্ডার যেন এক রাজকীয় আমেজ দিয়েছে পূজার লুকে।

শাড়ির সঙ্গে জুটি বাঁধা পানপাতা নেকলাইনের ব্লাউজেও আছে পুঁতি, বিডস আর সিকুইনের নিখুঁত কারুকাজ। তবে সবচেয়ে আকর্ষণ বাড়িয়েছে ব্লাউজের পেছনের নকশা। ক্লদিং ব্র্যান্ড নিকাহ বাই কিবরিয়া রাতুল থেকে নেওয়া এই সুন্দর আউটফিটটি।

এর সঙ্গে মিলিয়ে গয়না বেছে নিয়েছেন অভিনেত্রী। প্রিমিয়াম কোয়ালিটির পার্ল বা মুক্তার গয়নায় সেজেছেন তিনি। চোকার, দুল আর হাতে পরা চুড়িগুলো জেভার বাই আরোহী থেকে নেওয়া।

বিজ্ঞাপন

শাড়ি আর গয়নার সঙ্গে অপূর্ব সুন্দর গ্ল্যাম লুকে পূজা চেরী ফ্রেমবন্দী হয়েছেন।

সাজের জন্য ঢাকার সুপরিচিত রূপসদন ‘সিগনেচার লুক বাই সামিয়া’ অনেক তারকারই পছন্দের তালিকায় আছে। পূজা চেরীও এর ব্যতিক্রম নন। সেমি ম্যাট মেকওভারে সেজেছেন তিনি। লেন্স পরা চোখে ব্রঞ্জ শিমার আইশ্যাডোর সঙ্গে টেনে দেওয়া আইলাইনার আর ফলস আইল্যাশে এসেছে নাটকীয় আমেজ।

ন্যুড শেডের গ্লসি লিপস্টিক, ছোট লাল টিপ আর ব্লাশঅনেও আছে শিমারের ছোঁয়া। অভিনেত্রীর হেয়ারস্টাইলটাও বেশ আকর্ষণীয়। মাঝ সিঁথি করে অল্প কিছু চুল কার্ল করে ছেড়ে রেখেছেন সামনে। আর পেছনে ঢিলে খোঁপায় শোভা বাড়িয়েছে গোলাপ ফুল।

সব মিলিয়ে অভিনেত্রীর দিক থেকে যেন চোখ সরানোই দায়। কমেন্ট বক্সে ভক্তারাও তা–ই বলছেন।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৩: ২৮
বিজ্ঞাপন