ভারতীয় টেলিভিশন অভিনেত্রী ও ফ্যাশন প্রভাবশালীদের মধ্যে হালের ট্রেন্ডে উরফি জাভেদ বেশ এগিয়ে। বিগ বসে অংশগ্রহণের মাধ্যমে তাঁর নাম সবার মুখে মুখে ছড়িয়ে পড়লেও তিনি সবচেয়ে বেশি আলোচনায় থাকেন উদ্ভট সব ফ্যাশনের জন্য। আর দশটা সেলিব্রিটির ওয়ার্ডরোব আর উরফির ওয়ার্ডরোবের মধ্যে রয়েছে বিস্তর ফারাক।
ঘড়ির তৈরি মিনি স্কার্ট থেকে শুরু করে তালা, চেইনের টপ কিংবা রেজার ব্লেড আর সেফটি পিনে সজ্জিত পোশাক রয়েছে তাঁর সংগ্রহে। কিছু ভক্ত প্রশংসা করলেও বেশির ভাগ সময়েই তাঁকে ট্রলিংয়ের শিকার হতে হয়। কিন্তু তাতেও উরফি দমে নেই। তাঁর প্রতিটি পোজ সোশ্যাল মিডিয়ায় হট টপিক হয়ে ওঠে। আর এসব পোস্টের বেশির ভাগই খবরে থাকে উরফির অদ্ভুত ফটোশুট নিয়ে। লোকে যেটাকে অস্বাভাবিক পোশাক বলে ট্রল করে, সেটাই উরফির কাছে সাধারণ। এই তালিকায় আরও রয়েছে পাটের বস্তার জামা, কাচ দিয়ে তৈরি পোশাক, বাবলগামের তৈরি টপ, প্লাস্টিকের মিডি ড্রেস, ব্যাডমিন্টন নেটের আউটফিট আবার কখনো পোশাকের জমিনে উঠে এসেছে শুধু ছবি।
অভিনয়ে আসার আগে উরফি দিল্লিতে ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করতেন। আলাদা ডিজাইনার তো রয়েছেই, তবে বেশির ভাগ পোশাকই উরফি নিজে ডিজাইন করতে পছন্দ করেন। তাঁর ডিজাইনের পোশাকগুলোর ম্যাটিরিয়াল যেমন ভিন্ন তেমনই আলাদা পোশাকের প্যাটার্ন বা ডিজাইন। আর এ নিয়ে উরফির তেমন ভ্রুক্ষেপ নেই বরং তাঁর কাছে ফ্যাশন আর স্টাইলিং যতটা নিরীক্ষাধর্মী ততই সুন্দর।