দুই ছেলের মা কারিনা ৪৪-এ এসেও পুমার সঙ্গে ফিটনেস গোল দিয়েই যাচ্ছেন
শেয়ার করুন
ফলো করুন

বিশ্বজুড়েই স্পোর্টস ব্র্যান্ড হিসেবে খ্যাতি আছে পুমার। স্টাইলিশ স্পোর্টসওয়্যার, জিমওয়্যার আর অ্যাথলিজার কালেকশনের দিক থেকে জুড়ি নেই পুমার। ভারতে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডির বলিউডের নবাবপত্নী কারিনা কাপুর খান। দুই ছেলে তৈমুর আর জেহ-এর মা হয়েও তাঁর ফিটনেস রীতিমতো ঈর্ষণীয়। নিয়মিত পুমার নানা ক্যাম্পেইনে অংশ নেন তিনি। ৪৪-এ এসেও এই স্পোর্টস ব্র্যান্ডের সঙ্গে ফিটনেস গোল দিইয়ে যাচ্ছেন তিনি সবাইকে। চলুন পুমার সঙ্গে কারিনার এই ফিটনেস জার্নির কিছু ঝলক দেখে নিই।

১/১৪
মেরুন ব্রালেট আর ম্যাচিং লেগিংসের সঙ্গে খোলা চুল আর ঝোলানো দুলের পাশাপাশি বেবোর লুকে নজর কাড়ছে সাদা সোলের কালো স্নিকার্স
মেরুন ব্রালেট আর ম্যাচিং লেগিংসের সঙ্গে খোলা চুল আর ঝোলানো দুলের পাশাপাশি বেবোর লুকে নজর কাড়ছে সাদা সোলের কালো স্নিকার্স
বিজ্ঞাপন
২/১৪
সাদা স্পোর্টস ব্রা আর কালো লেগিংসের সঙ্গে ট্রেন্ডি সাদা স্নিকার্সে কারিনা
সাদা স্পোর্টস ব্রা আর কালো লেগিংসের সঙ্গে ট্রেন্ডি সাদা স্নিকার্সে কারিনা
বিজ্ঞাপন
৩/১৪
এনিম্যাল প্রিন্ট আর কয়েকরঙা প্যাচের অ্যাথলিজারে আবেদন ছড়াচ্ছেন তিনি
এনিম্যাল প্রিন্ট আর কয়েকরঙা প্যাচের অ্যাথলিজারে আবেদন ছড়াচ্ছেন তিনি
৪/১৪
মজার মুখভঙ্গীতে ডেনিম অন ডেনিম অ্যাথলিজার সেটে দেখা যাচ্ছে নবাবপত্নীকে
মজার মুখভঙ্গীতে ডেনিম অন ডেনিম অ্যাথলিজার সেটে দেখা যাচ্ছে নবাবপত্নীকে
৫/১৪
পুমার স্টেটমেন্ট দুল আর আকর্ষণীয় কালো ব্রালেট-জ্যাকেটের এই লুকটি পুমার সঙ্গে তাঁর জার্নির প্রথমদিকের
পুমার স্টেটমেন্ট দুল আর আকর্ষণীয় কালো ব্রালেট-জ্যাকেটের এই লুকটি পুমার সঙ্গে তাঁর জার্নির প্রথমদিকের
৬/১৪
দুই সন্তানের মা কারিনা মেরুন পাফি জ্যাকেট আর ম্যাচিং লেগিংসের লুকে লাগছেন মোহনীয়। সঙ্গে আছে সাদা স্নিকার্স ও মেরুন লিপকালার
দুই সন্তানের মা কারিনা মেরুন পাফি জ্যাকেট আর ম্যাচিং লেগিংসের লুকে লাগছেন মোহনীয়। সঙ্গে আছে সাদা স্নিকার্স ও মেরুন লিপকালার
৭/১৪
প্রেগ্ন্যান্সি জার্নিতেও কারিনার সঙ্গে ছিল পুমা। এখানে তিনি পরেছেন মভ রঙের স্পোর্টসওয়্যার
প্রেগ্ন্যান্সি জার্নিতেও কারিনার সঙ্গে ছিল পুমা। এখানে তিনি পরেছেন মভ রঙের স্পোর্টসওয়্যার
৮/১৪
পুমার সাদা জুতা, স্লিট ড্রেসে কারিনা
পুমার সাদা জুতা, স্লিট ড্রেসে কারিনা
৯/১৪
জিমওয়্যারে দেখা যাচ্ছে তাঁকে। সাদা ব্রালেট আর কালো লেগিংসের সঙ্গে কালো জ্যাকেট ও সাদা স্নিকার্স পরেছেন কারিনা
জিমওয়্যারে দেখা যাচ্ছে তাঁকে। সাদা ব্রালেট আর কালো লেগিংসের সঙ্গে কালো জ্যাকেট ও সাদা স্নিকার্স পরেছেন কারিনা
১০/১৪
বেবো প্রথম সন্তানকে পেটে নিয়েও পুমার মডেল হয়েছেন এই কালো অ্যাথলিজার সেটে
বেবো প্রথম সন্তানকে পেটে নিয়েও পুমার মডেল হয়েছেন এই কালো অ্যাথলিজার সেটে
১১/১৪
স্টাইলিশ প্রিন্টের গোলাপি ম্যাচিং স্পোর্টস ব্রা-লেগিংস দেখা যাচ্ছে এখানে
স্টাইলিশ প্রিন্টের গোলাপি ম্যাচিং স্পোর্টস ব্রা-লেগিংস দেখা যাচ্ছে এখানে
১২/১৪
কমলা স্লিট স্কার্ট ও স্পোর্টস ব্রা পরেছেন ৪৪-এর সুপারফিট কারিনা
কমলা স্লিট স্কার্ট ও স্পোর্টস ব্রা পরেছেন ৪৪-এর সুপারফিট কারিনা
১৩/১৪
ক্যাজুয়াল ক্রপ টপ আর ফ্লেয়ার প্যান্টেও সমান স্টাইলিশ তিনি
ক্যাজুয়াল ক্রপ টপ আর ফ্লেয়ার প্যান্টেও সমান স্টাইলিশ তিনি
১৪/১৪
এখানে পুমাকন্যাকে দেখা যাচ্ছে উজ্জ্বল নীল ওয়ান শোল্ডার অ্যাথলিজার সেটে
এখানে পুমাকন্যাকে দেখা যাচ্ছে উজ্জ্বল নীল ওয়ান শোল্ডার অ্যাথলিজার সেটে

ছবি: কারিনা কাপুরের ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৪: ০৬
বিজ্ঞাপন