বিশ্বজুড়েই স্পোর্টস ব্র্যান্ড হিসেবে খ্যাতি আছে পুমার। স্টাইলিশ স্পোর্টসওয়্যার, জিমওয়্যার আর অ্যাথলিজার কালেকশনের দিক থেকে জুড়ি নেই পুমার। ভারতে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডির বলিউডের নবাবপত্নী কারিনা কাপুর খান। দুই ছেলে তৈমুর আর জেহ-এর মা হয়েও তাঁর ফিটনেস রীতিমতো ঈর্ষণীয়। নিয়মিত পুমার নানা ক্যাম্পেইনে অংশ নেন তিনি। ৪৪-এ এসেও এই স্পোর্টস ব্র্যান্ডের সঙ্গে ফিটনেস গোল দিইয়ে যাচ্ছেন তিনি সবাইকে। চলুন পুমার সঙ্গে কারিনার এই ফিটনেস জার্নির কিছু ঝলক দেখে নিই।
ছবি: কারিনা কাপুরের ইন্সটাগ্রাম