ফ্যাশন শোয়ের সময় সবার নজর থাকে শো স্টপারের দিকে। আর এবারের আর্কা ফ্যাশন উইকে ফ্যাশন লেবেল তান-এর শোয়ের শুরুতেই শো স্টপার রুনা খান সকলের সামনে এসে দিয়েছেন বড় চমক। ডিজাইনার তানহা শেখের স্ট্রাকচার্ড করসেট ড্রেসে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রুনা খান একই সঙ্গে 'শো স্টার্টার' আর শো স্টপারের ভূমিকায় নিজেকে উপস্থাপন করেছেন।
রুনা খানের এই লুকটি যেমন গ্রেসফুল তেমনি বোল্ড। তান-এর 'আস্ট্রিয়া' কালেকশনের এই পোশাক যেন আবেদনময়তা আর কতুর আর্টিস্ট্রির সমন্বিত রূপ। আর রুনার চেয়ে পারফেক্ট মডেল হতেই পারে না এই অফ দ্য শোল্ডার ড্রেসের জন্য।
আস্ট্রিয়া আসলে এক গ্রীক শব্দ, যার অর্থ তারকাখচিত। আর এই আকর্ষণীয় তারকার পরনে রাতের আকাশের মতো কালার প্যালেটের এই আউটফিটটি পুরো কালেকশনটিকেই প্রতিনিধিত্ব করছে খুব ভালোভাবে। উল্লেখ্য, ফেব্রিক নিয়ে নানা রকম ম্যানিপুলেশনের মাধ্যমে ডিজাইনকে ফুটিয়ে তোলাই তানহার সিগনেচার স্টাইল।
গাঢ় স্পেস ক্যাডেট ব্লু শেডের এই লুকের টপে দেখা যাচ্ছে স্ট্রাকচার্ড করসেট বডিস, যার নিচের অংশে ডিফাইন্ড হিপ অ্যাক্সেন্ট রুনার চমৎকার ফিগারের সঙ্গে দারুণ মানিয়ে গিয়েছে।
অফ দ্য শোল্ডার ডিজাইনে আবেদন বাড়িয়েছে পিক আপ স্টাইল অন্তর্বাসের লুক। দেশি বলাকা সিল্কে তৈরি এই ড্রেসের নিচে ভলিউম দেওয়া কালো শিয়ার অরগাঞ্জা ফেব্রিকের স্কার্ট দেখা যাচ্ছে,যা চমৎকার বৈপরীত্য তৈরি করলেও টপের অংশকে কমপ্লিমেন্ট করছে খুব৷ বডিসে দেশের প্রথিতযশা প্রয়াত চিত্রশিল্পী কালিদাস কর্মকারের চিত্রকর্মের অনুপ্রেরণায় করা এমব্রয়ডারি পুরো আউটফিটকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে।
অসাধারণ এই লুকের মেকওভারের দায়িত্বে ছিল এলিগ্যান্ট মেকওভার বাই সামিনা সারা। ন্যাচারাল লুকের মেকওভারের সঙ্গে শরীরের ওপরের অংশে গ্লিটারের ব্যবহার র্যাম্পে ডিউই লুকের এফেক্ট দিয়েছে। ঘন আইল্যাশের বুদ্ধিদীপ্ত ব্যবহারের সঙ্গে সঙ্গে হেয়ারস্টাইলটিও এই 'কোয়ায়েট লাক্সারি' ঘরানার আউটফিটের সঙ্গে দারুণ মানিয়েছে। কোরিওগ্রাফি করেছেন সুপরিচিত কোরিওগ্রাফার আজরা মাহমুদ৷