থিয়েটারে অভিনয় জীবন শুরু করেছেন অভিনেত্রী সৌমি ঘোষ। আর সেই বদৌলতে তাঁর এক্সপ্রেশনের জুড়ি নেই। এরপর কলকাতার টেলিভিশনে নানা সিরিজে দেখা গিয়েছে তাঁকে। আর এখন সোশ্যাল মিডিয়ায় নানা লুকে নজর কাড়ছেন তিনি। চলুন সৌমির কিছু সামাজিক মাধ্যম মাতানো লুক দেখে আসি এক নজরে।
ছবি: সৌমির ইন্সটাগ্রাম