গামছা আমাদের আবহমান সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তবে নিত্যদিনের প্রয়োজনের অনুষঙ্গ থেকে এই গামছার বহুবর্ণিল ফেব্রিক, বুনন আর প্যাটার্নের আবেদন এখন অন্য পর্যায়ে। ফ্যাশন দুনিয়ায় গামছার কদর অনেক। শাড়ি থেকে শুরু করে বিভিন্ন পোশাক ও অনুষঙ্গে এর ব্যবহার আমরা দেখি। তবে কলকাতার সুন্দরী অভিনেত্রী মনামি ঘোষ বরাবরই নিজের স্টাইল নিয়ে নিরীক্ষা করতে ভালোবাসেন। তাই তো গামছা লেহেঙ্গায় উতসবের সাজে সেজে সবাইকে তাক লাগিয়ে দিলেন তিনি। এক ইভেন্টে গামছা ফেব্রিকের এই অপূর্ব সুন্দর আবেদনময় পোশাকে নেচেগেয়ে নজর কেড়েছেন তিনি অতি সম্প্রতি।
ছবি: মনামি ঘোষের ইন্সটাগ্রাম