বলে দিতে হবে না এই জেন-জি ভাইবের লুকে ইন্সটাগ্রামে উষ্ণতা বাড়ানো বং সুন্দরীর নাম মৌনী রায়। জেনজি নায়িকাদের জয়জয়কার এখন। তবে তারুণ্যদীপ্ত আর অত্যন্ত আকর্ষণীয় সব সুপার ট্রেন্ডি লুকে ৩৯-এ এসেও হীনমন্যতায় ভোগাচ্ছেন তাঁদের এই অভিনেত্রী। নাগিন সিরিজ দিয়ে খ্যাতি পাওয়া মৌনীর নতুন সিনেমা আসছে। নাম ভূতনী। তবে বাস্তবে তিনি অপ্সরীর মতোই সুন্দরী। চলুন দেখে আসি মৌনীর যত লুক, যা দেখে জেনজি নায়িকাদের টেনশন হচ্ছে।
ছবি: মৌনী রায়ের ইন্সটাগ্রাম