হলুদে মজেছেন ক্যাটরিনা
শেয়ার করুন
ফলো করুন

ফ্যাশন-ট্রেন্ডসেটার বলিউড তারকা ক্যাটরিনা কাইফ সম্প্রতি ভক্তদের সামনে প্রায়ই আসছেন বৈচিত্র্যময় সব হলুদ পোশাকে। সদ্য মুক্তিপ্রাপ্ত টাইগার মুভিতে, মুভির প্রচারকাজে এমনকী এবারের দিওয়ালি উৎসবের ঘরোয়া আয়োজন থেকে শুরু করে পার্টি-সব জায়গায় ক্যাটরিনাকে হলুদে দেখা গেছে। আর সবসময়ের মতো তাঁকে সবরঙেই মানিয়ে যাওয়ার বিষয়টি তো আছেই। তাই ভক্তরাও বেশ উপভোগ করছেন ক্যাটরিনার হলদে ফ্যাশন। আপাতত মনে হচ্ছে হলুদেই মজেছেন এই বলিউড সুন্দরী। এবার দেখে নেওয়া যাক ক্যাটরিনার যত হলদে সাজপোশাকের ঝলক। ছবিগুলো ইন্সটাগ্রাম থেকে নেওয়া।

১/৫
সাদামাটা সাজের সঙ্গে হলদে শাড়ির আভায় ক্যাটরিনা যেন স্নিগ্ধতার প্রতিমূর্তি
বিজ্ঞাপন
২/৫
টাইগার-থ্রি মুভির গানের দৃশ্যে এই হলুদ পোশাক আর কালো লেদারের অন্তর্বাস-বেল্ট যুগল নজর কেড়েছে
টাইগার-থ্রি মুভির গানের দৃশ্যে এই হলুদ পোশাক আর কালো লেদারের অন্তর্বাস-বেল্ট যুগল নজর কেড়েছে
বিজ্ঞাপন
৩/৫
মুভির প্রচার কাজেও এই নিয়ন হলুদ গভীর ভি -নেকলাইনের বডিকন ড্রেস পরেছেন ক্যাটরিনা
মুভির প্রচার কাজেও এই নিয়ন হলুদ গভীর ভি -নেকলাইনের বডিকন ড্রেস পরেছেন ক্যাটরিনা
৪/৫
এবার দিওয়ালির প্রদীপের চেয়েও উজ্জ্বল লেগেছে ক্যাটরিনার হরিদ্রাভ সাজপোশাক
এবার দিওয়ালির প্রদীপের চেয়েও উজ্জ্বল লেগেছে ক্যাটরিনার হরিদ্রাভ সাজপোশাক
৫/৫
টাইগার থ্রি মুভিতে আবেদনময় এই পোশাকে ভিন্ন মাত্রা এনেছে নিয়ন হলুদ কেপ
টাইগার থ্রি মুভিতে আবেদনময় এই পোশাকে ভিন্ন মাত্রা এনেছে নিয়ন হলুদ কেপ
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০২: ০১
বিজ্ঞাপন