ফ্যাশন-ট্রেন্ডসেটার বলিউড তারকা ক্যাটরিনা কাইফ সম্প্রতি ভক্তদের সামনে প্রায়ই আসছেন বৈচিত্র্যময় সব হলুদ পোশাকে। সদ্য মুক্তিপ্রাপ্ত টাইগার মুভিতে, মুভির প্রচারকাজে এমনকী এবারের দিওয়ালি উৎসবের ঘরোয়া আয়োজন থেকে শুরু করে পার্টি-সব জায়গায় ক্যাটরিনাকে হলুদে দেখা গেছে। আর সবসময়ের মতো তাঁকে সবরঙেই মানিয়ে যাওয়ার বিষয়টি তো আছেই। তাই ভক্তরাও বেশ উপভোগ করছেন ক্যাটরিনার হলদে ফ্যাশন। আপাতত মনে হচ্ছে হলুদেই মজেছেন এই বলিউড সুন্দরী। এবার দেখে নেওয়া যাক ক্যাটরিনার যত হলদে সাজপোশাকের ঝলক। ছবিগুলো ইন্সটাগ্রাম থেকে নেওয়া।