এ বছর ২০২৩ সালে আমাদের দেশের জনপ্রিয় অভিনেত্রীরা সবসরকম সাজপোশাকেই নজর কেড়েছেন। দেশি লুকের পাশাপাশি আকর্ষণীয় সব ওয়েস্টার্ন লুকে স্বপ্নের নায়িকারা মন মাতানো সাজে মুগ্ধ করেছেন বছর জুড়ে। কাট আউট, সিকুইন, মিনিড্রেস, ব্রালেট, ভিনটেজ ঘরানার ড্রেস আর ক্যাজুয়াল আউটফিট-সবই পরেছেন তাঁরা। তারকাদের ইন্সটাগ্রাম থেকে নেওয়া বিভিন্ন ছবিতে এবার বছর জুড়ে তাঁদের ওয়েস্টার্ন লুকগুলো দেখে নিন এক নজরে।