বছরজুড়ে স্বপ্নের নায়িকাদের নজরকাড়া ওয়েস্টার্ন লুক
শেয়ার করুন
ফলো করুন

এ বছর ২০২৩ সালে আমাদের দেশের জনপ্রিয় অভিনেত্রীরা সবসরকম সাজপোশাকেই নজর কেড়েছেন। দেশি লুকের পাশাপাশি আকর্ষণীয় সব ওয়েস্টার্ন লুকে স্বপ্নের নায়িকারা মন মাতানো সাজে মুগ্ধ করেছেন বছর জুড়ে। কাট আউট, সিকুইন, মিনিড্রেস, ব্রালেট, ভিনটেজ ঘরানার ড্রেস আর ক্যাজুয়াল আউটফিট-সবই পরেছেন তাঁরা। তারকাদের ইন্সটাগ্রাম থেকে নেওয়া বিভিন্ন ছবিতে এবার বছর জুড়ে তাঁদের ওয়েস্টার্ন লুকগুলো দেখে নিন এক নজরে।

১/১০
অভিনেত্রী কেয়া পায়েল গোলাপি টপ আর ডেনিম ট্রাউজার্সের ক্যাজুয়াল লুকেই স্মার্ট লাগছেন খুব।
অভিনেত্রী কেয়া পায়েল গোলাপি টপ আর ডেনিম ট্রাউজার্সের ক্যাজুয়াল লুকেই স্মার্ট লাগছেন খুব।
বিজ্ঞাপন
২/১০
অভিনেত্রী তাসনিয়া ফারিনের এই কালো ড্রেস আর সাজ যেন হলিউডের ভিনটেজ যুগের কথা মনে করায়।
অভিনেত্রী তাসনিয়া ফারিনের এই কালো ড্রেস আর সাজ যেন হলিউডের ভিনটেজ যুগের কথা মনে করায়।
বিজ্ঞাপন
৩/১০
ফিফি আইল্যান্ডে ঘুরতে গিয়ে অভিনেত্রী তানজিন তিশা পরেছিলেন অল ব্ল্যাক ব্রালেট-প্যান্ট।
ফিফি আইল্যান্ডে ঘুরতে গিয়ে অভিনেত্রী তানজিন তিশা পরেছিলেন অল ব্ল্যাক ব্রালেট-প্যান্ট।
৪/১০
পশ্চিমা পোশাকে সদা-স্বচ্ছন্দ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল বার্বিকোর মেনে গোলাপি ট্রাউজার্সের সঙ্গে পরেছেন বর্ণিল টপ।
পশ্চিমা পোশাকে সদা-স্বচ্ছন্দ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল বার্বিকোর মেনে গোলাপি ট্রাউজার্সের সঙ্গে পরেছেন বর্ণিল টপ।
৫/১০
অভিনেত্রী বিদ্যা সিনহা মীমের এই স্যাটিন লাল ড্রেসটির আবেদন চিরন্তন। পিঠের কাট-আউটে আকর্ষণ বেড়েছে বহুগুণ।
অভিনেত্রী বিদ্যা সিনহা মীমের এই স্যাটিন লাল ড্রেসটির আবেদন চিরন্তন। পিঠের কাট-আউটে আকর্ষণ বেড়েছে বহুগুণ।
৬/১০
জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরীর ফুলেল মিনিড্রেসে তিনি সবসময়ের মতোই সুন্দর।
জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরীর ফুলেল মিনিড্রেসে তিনি সবসময়ের মতোই সুন্দর।
৭/১০
আকর্ষণীয় অভিনেত্রী ও মডেল নুসরাত ফারিয়ার ব্রালেট আর শর্ট ডেনিম প্যান্টের লুকটি নজরকাড়া।
আকর্ষণীয় অভিনেত্রী ও মডেল নুসরাত ফারিয়ার ব্রালেট আর শর্ট ডেনিম প্যান্টের লুকটি নজরকাড়া।
৮/১০
অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাট আউট আর থাই স্লিট দেওয়া হলুদ গাউনটি নজর কেড়েছে এ বছর সকলের।
অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাট আউট আর থাই স্লিট দেওয়া হলুদ গাউনটি নজর কেড়েছে এ বছর সকলের।
৯/১০
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সিকুইনড মিনি ড্রেসটি এবার সাড়া জাগিয়েছে বেশ।
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সিকুইনড মিনি ড্রেসটি এবার সাড়া জাগিয়েছে বেশ।
১০/১০
বছর শেষেম ওয়েস্টার্ন আউটফিটে বাজমাত করেছেন অভিনেত্রী তমা মীর্জা। ব্যাকলেস গ্ল্যামারাস  কালো আউটফিটে আলোচনায় এখন তিনি।
বছর শেষেম ওয়েস্টার্ন আউটফিটে বাজমাত করেছেন অভিনেত্রী তমা মীর্জা। ব্যাকলেস গ্ল্যামারাস কালো আউটফিটে আলোচনায় এখন তিনি।
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০২: ০৫
বিজ্ঞাপন