
অভিনেত্রী জয়া আহসানের আকর্ষণ বলে বোঝানো দায়। ভক্তরা অপেক্ষা করে থাকেন তাঁর নতুন নতুন লুকের জন্য। কারণ, জয়া আহসানের লুক মানেই চমকপ্রদ কিছু। ২০২৫ সাল জুড়ে দেশি-বিদেশি নানা লুকে তিনি চমকে দিয়েছেন আমাদেরকে বারবার। কখনও তাঁকে দেখা গিয়েছে বোলদ ওয়েস্টার্ন লুকে। আবার আবেদন ছড়িয়েছেন এই অভিনেত্রী ট্র্যাডিশনাল সাজেও।










ছবি: জয়া আহসানের ইন্সটাগ্রাম