মার্কিন অভিনেত্রী ডাকোটা জনসনের আবেদনকাড়া রূপে বুঁদ হয়নি, এমন তরুণ কমই আছেন। দীর্ঘ ১৫ বছরের অভিনয় ক্যারিয়ার তাঁর। ‘ফিফটি শেডস অব গ্রে’ দিয়ে দর্শকের বিশেষ নজরে আসেন ডাকোটা। হলিউডের প্রখ্যাত এই অভিনেত্রী কিন্তু ফ্যাশনের ব্যাপারেও বেশ এগিয়ে। নানা ধরনের ওয়েস্টার্ন আউটফিট আর তাঁর সিগনেচার হেয়ারস্টাইলে মাত করে রাখেন তিনি ভক্তদের। আজ অভিনেত্রীর ৩৫তম জন্মদিনে সেরা কিছু ফ্যাশন লুক দেখে আসি চলুন।
ছবি: ইন্সটাগ্রাম