ম্যানহাটান ককটেল শাড়িতে স্ত্রীকে দেখে মুগ্ধ সবাই
শেয়ার করুন
ফলো করুন

স্ত্রী-টু সিনেমা দিয়ে সব রেকর্ড ভেঙে দিয়েছেন বলিউডের সুন্দরী অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এর পর থেকে শ্রদ্ধাকে স্ত্রী নামেই ডাকেন সবাই আজকাল তাঁকে। আরেক হরর জনরার সিনেমা থামা-র ট্রেলার লঞ্চে তিনি সেই স্ত্রী চরিত্রের অতিমানবীয় লম্বা বেণি আর টকটকে লাল শাড়িতে সেজে সবাইকে মুগ্ধ করেছেন। হাউস অব মাসাবার ম্যানহাটান ককটেল শাড়ি আর ম্যাচিং ফুলস্লিভ ব্লাউজ পরেছেন শ্রদ্ধা এই লুকে। চলুন সবিস্তারে দেখে নিই।

১/৬
লাল শাড়ির এই লুকে শ্রদ্ধার লম্বা বেণি চোখে পড়ছে সবচেয়ে বেশি
লাল শাড়ির এই লুকে শ্রদ্ধার লম্বা বেণি চোখে পড়ছে সবচেয়ে বেশি
বিজ্ঞাপন
২/৬
হাউজ অব মাসাবার সোনালি কাজ করা এই লাল  শাড়ির নাম ম্যানহাটান ককটেল শাড়ি
হাউজ অব মাসাবার সোনালি কাজ করা এই লাল শাড়ির নাম ম্যানহাটান ককটেল শাড়ি
বিজ্ঞাপন
৩/৬
শারির সঙ্গে আংটি, ছোট হার আর দুল পরেছেন এই সুন্দরী অভিনেত্রী
শারির সঙ্গে আংটি, ছোট হার আর দুল পরেছেন এই সুন্দরী অভিনেত্রী
৪/৬
ডিপ সুইটহার্ট নেকলাইনের ব্লাউজের বডিসে ঝলমলে কারুকাজ করা শাড়ির সঙ্গে ম্যাচ করে
ডিপ সুইটহার্ট নেকলাইনের ব্লাউজের বডিসে ঝলমলে কারুকাজ করা শাড়ির সঙ্গে ম্যাচ করে
৫/৬
হালকা মেকওভারে সবস্ময়ের মতো সুন্দর শ্রদ্ধা
হালকা মেকওভারে সবস্ময়ের মতো সুন্দর শ্রদ্ধা
৬/৬
শাড়ির লম্বা আঁচল আর ব্লাউজের লম্বা স্লিভসে এসেছে এক্সট্রা ড্রামা
শাড়ির লম্বা আঁচল আর ব্লাউজের লম্বা স্লিভসে এসেছে এক্সট্রা ড্রামা
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৫২
বিজ্ঞাপন