
কখনো দেশ, আবার কখনো বিদেশ—ভ্রমণ মানেই তারকাদের কাছে ব্যস্ত রুটিন থেকে কিছুদিনের অবকাশ। তবে ভ্যাকেশন মুডে শুধু গন্তব্য নয়, আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তাঁদের ফ্যাশনও। ক্যামেরার ঝলক ও রেড কার্পেটের জৌলুশ থেকে দূরে এই সময় তারকাদের সাজপোশাকে ধরা পড়ে স্বচ্ছন্দতা, ব্যক্তিত্ব ও স্টাইলের নতুন ভাষা। কখনো লেয়ারড আউটফিটে পাহাড়ি আবহের স্টাইল স্টেটমেন্ট, কখনো হালকা রিসোর্ট ওয়্যারে আরামদায়ক এলিগ্যান্স, আবার কখনো বোহো ছোঁয়ায় সমুদ্রযাপনের মুক্ত ছন্দ—সব মিলিয়ে এ বছর ভ্রমণ ফ্যাশনে দেখা গেছে বৈচিত্র্য ও আত্মবিশ্বাসের দারুণ মেলবন্ধন। বছরের বিভিন্ন ভ্যাকেশন মুহূর্তে তারকাদের অনুপ্রেরণামূলক লুক নিয়েই সাজানো হয়েছে আজকের আয়োজন। ছবির গল্পে চোখ রাখলেই ধরা পড়বে বছরের সেরা ভ্যাকেশন স্টাইলের ঝলক।















ছবি: ইন্সটাগ্রাম