সাবিলার তান্ডব থামছেই না, এবার বোল্ড রেড লুকে দেখা দিলেন তিনি
শেয়ার করুন
ফলো করুন

ছোট পর্দা থেকে বড় পর্দায় শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’-এ হাই ভোল্টেজ ডেব্যু করে সাবিলা নূর এখন লাইমলাইটে। ‘লিচুর বাগান’ গান দিয়ে তাণ্ডব লাগানোর পর এখন নতুন সব লুকে দেখা যাচ্ছে সাবিলাকে। সিনেমার প্রেস মিটে গ্ল্যাম লুক থেকে শুরু করে বিশেষ প্রদর্শনীতেও তাঁকে দেখে ভক্তরা কুপোকাত। সময়ের সবচেয়ে বড় সারপ্রাইজ বলা যায় সাবিলা নূরের ট্রান্সফরমেশন। এমনিতেই তাঁর স্নিগ্ধ সৌন্দর্য আর ছিমছাম লুকে তিনি সব সময় মুগ্ধ করে এসেছেন সবাইকে। তবে সম্প্রতি তিনি নজর কেড়েছেন বোল্ড লাল আউটফিটের নজরকাড়া অবতারে। দেখে আসি তাঁর লুক–

১/৫
সাবিলার আউটফিটটি ফিউশন স্টাইলের। বিডস আর সিকুইনের নিখুঁত কাজ করা স্লিভলেস টপের নিচে পরেছেন হাইওয়েস্ট প্লিটেড পালাজ্জো। সঙ্গে ম্যাচিং হিল আর ব্যাগে লুক হয়েছে পরিপূর্ণ।
সাবিলার আউটফিটটি ফিউশন স্টাইলের। বিডস আর সিকুইনের নিখুঁত কাজ করা স্লিভলেস টপের নিচে পরেছেন হাইওয়েস্ট প্লিটেড পালাজ্জো। সঙ্গে ম্যাচিং হিল আর ব্যাগে লুক হয়েছে পরিপূর্ণ।
বিজ্ঞাপন
২/৫
জমকালো লাল এই বোল্ড আউটফিট বেছে নিয়েছেন তিনি ‘তাণ্ডব’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে। দুরি লাইফস্টাইলের পোশাকে সাবিলা নূর চোখ জুড়াচ্ছেন।
জমকালো লাল এই বোল্ড আউটফিট বেছে নিয়েছেন তিনি ‘তাণ্ডব’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে। দুরি লাইফস্টাইলের পোশাকে সাবিলা নূর চোখ জুড়াচ্ছেন।
বিজ্ঞাপন
৩/৫
তবে পোশাকে আলাদা আবেদন তৈরি করেছে কনুই থেকে ডিজাইন করা ড্রামাটিক স্লিভ বা হাতা। স্লিভের সঙ্গে পেছনের অংশও জুড়ে দেওয়া হয়েছে প্লিটেড কেপ স্টাইলে। তাই লুকে এসেছে ফিউশন আমেজ।
তবে পোশাকে আলাদা আবেদন তৈরি করেছে কনুই থেকে ডিজাইন করা ড্রামাটিক স্লিভ বা হাতা। স্লিভের সঙ্গে পেছনের অংশও জুড়ে দেওয়া হয়েছে প্লিটেড কেপ স্টাইলে। তাই লুকে এসেছে ফিউশন আমেজ।
৪/৫
 স্নিগ্ধতা আর বোল্ডনেসের মিশেলে গ্ল্যাম ছড়াচ্ছেন সাবিলা। হেয়ারস্টাইলে ফুটে উঠেছে রেট্রো আমেজ, কানে শোভা পাচ্ছে সাদা-লাল স্টোনের স্টেটমেন্ট দুল।
স্নিগ্ধতা আর বোল্ডনেসের মিশেলে গ্ল্যাম ছড়াচ্ছেন সাবিলা। হেয়ারস্টাইলে ফুটে উঠেছে রেট্রো আমেজ, কানে শোভা পাচ্ছে সাদা-লাল স্টোনের স্টেটমেন্ট দুল।
৫/৫
সফট গ্ল্যাম ঘরানার মেকওভারটি জাহিদ খান ব্রাইডাল মেকওভারের করা।
সফট গ্ল্যাম ঘরানার মেকওভারটি জাহিদ খান ব্রাইডাল মেকওভারের করা।

ছবি: সাবিলার ইনস্টাগ্রাম

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০১: ৪৩
বিজ্ঞাপন