ছোট পর্দা থেকে বড় পর্দায় শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’-এ হাই ভোল্টেজ ডেব্যু করে সাবিলা নূর এখন লাইমলাইটে। ‘লিচুর বাগান’ গান দিয়ে তাণ্ডব লাগানোর পর এখন নতুন সব লুকে দেখা যাচ্ছে সাবিলাকে। সিনেমার প্রেস মিটে গ্ল্যাম লুক থেকে শুরু করে বিশেষ প্রদর্শনীতেও তাঁকে দেখে ভক্তরা কুপোকাত। সময়ের সবচেয়ে বড় সারপ্রাইজ বলা যায় সাবিলা নূরের ট্রান্সফরমেশন। এমনিতেই তাঁর স্নিগ্ধ সৌন্দর্য আর ছিমছাম লুকে তিনি সব সময় মুগ্ধ করে এসেছেন সবাইকে। তবে সম্প্রতি তিনি নজর কেড়েছেন বোল্ড লাল আউটফিটের নজরকাড়া অবতারে। দেখে আসি তাঁর লুক–
ছবি: সাবিলার ইনস্টাগ্রাম