নতুন ট্রেন্ড সেট করতে মনামী ঘোষের জুড়ি মেলা ভার। ফ্যাশনসচেতন বিশেষণটি যেন তাঁর সঙ্গে অনায়াস মিলে যায়। রেড কার্পেট হোক বা বিশেষ অনুষ্ঠানের মঞ্চ, প্লাস্টিকের ফ্রক হোক বা নকশিকাঁথার গাউন—মনামীর সাজে সব সময় ফুটে ওঠে স্বতন্ত্রতা। কখনো অ্যাকুয়ারিয়াম ব্যাগ হাতে, কখনো দড়ির পোশাকে, মনামীর সাজ দর্শককে মুগ্ধ করে। সম্প্রতি তিনি আবারও নজর কাড়লেন ভিন্নধর্মী একটি সাজে। এবার সাদা শাড়ির সঙ্গে লাল নয়, বরং নীল আলতায় তাক লাগিয়েছেন তিনি। রইল এ সাজের বিস্তারিত।