নীল আলতায় তাক লাগালেন মনামী
শেয়ার করুন
ফলো করুন

নতুন ট্রেন্ড সেট করতে মনামী ঘোষের জুড়ি মেলা ভার। ফ্যাশনসচেতন বিশেষণটি যেন তাঁর সঙ্গে অনায়াস মিলে যায়। রেড কার্পেট হোক বা বিশেষ অনুষ্ঠানের মঞ্চ, প্লাস্টিকের ফ্রক হোক বা নকশিকাঁথার গাউন—মনামীর সাজে সব সময় ফুটে ওঠে স্বতন্ত্রতা। কখনো অ্যাকুয়ারিয়াম ব্যাগ হাতে, কখনো দড়ির পোশাকে, মনামীর সাজ দর্শককে মুগ্ধ করে। সম্প্রতি তিনি আবারও নজর কাড়লেন ভিন্নধর্মী একটি সাজে। এবার সাদা শাড়ির সঙ্গে লাল নয়, বরং নীল আলতায় তাক লাগিয়েছেন তিনি। রইল এ সাজের বিস্তারিত।

১/১০
মনামী বরাবরই ফ্যাশনসচেতন। নিত্যনতুন ভাবনার পোশাকে তিনি ফ্যাশনের নতুন সংজ্ঞা তৈরি করতে ভালোবাসেন।
মনামী বরাবরই ফ্যাশনসচেতন। নিত্যনতুন ভাবনার পোশাকে তিনি ফ্যাশনের নতুন সংজ্ঞা তৈরি করতে ভালোবাসেন।
বিজ্ঞাপন
২/১০
রেড কার্পেট হোক বা বিশেষ অনুষ্ঠানের মঞ্চ, প্লাস্টিকের ফ্রক হোক বা নকশিকাঁথার গাউন—মনামীর সাজে সব সময় ফুটে ওঠে স্বতন্ত্রতা। কখনো অ্যাকুয়ারিয়াম ব্যাগ হাতে, কখনো দড়ির পোশাকে, মনামীর সাজ দর্শককে মুগ্ধ করে।
রেড কার্পেট হোক বা বিশেষ অনুষ্ঠানের মঞ্চ, প্লাস্টিকের ফ্রক হোক বা নকশিকাঁথার গাউন—মনামীর সাজে সব সময় ফুটে ওঠে স্বতন্ত্রতা। কখনো অ্যাকুয়ারিয়াম ব্যাগ হাতে, কখনো দড়ির পোশাকে, মনামীর সাজ দর্শককে মুগ্ধ করে।
বিজ্ঞাপন
৩/১০
এবারও মনামীকে দেখা গেল নতুন সাজে। সাদা কাঞ্জিভরম শাড়ি আর ম্যাচিং ব্লাউজে ফ্রেমে ধরা দিলেন নায়িকা।
এবারও মনামীকে দেখা গেল নতুন সাজে। সাদা কাঞ্জিভরম শাড়ি আর ম্যাচিং ব্লাউজে ফ্রেমে ধরা দিলেন নায়িকা।
৪/১০
তবে শাড়ির সঙ্গে লাইমলাইট চুরি করেছে তাঁর নীলাভ সাজ।
তবে শাড়ির সঙ্গে লাইমলাইট চুরি করেছে তাঁর নীলাভ সাজ।
৫/১০
মনামী ঘোষ বরাবরই নীল রং পছন্দ করেন। কপালে নীল টিপ, হাতে নীল আলতা, নীল চুড়ি, গলায় তিনটি নীল বিন্দু দিয়ে তিনি নীলাম্বরী লুকে ধরা দিলেন ফ্রেমে
মনামী ঘোষ বরাবরই নীল রং পছন্দ করেন। কপালে নীল টিপ, হাতে নীল আলতা, নীল চুড়ি, গলায় তিনটি নীল বিন্দু দিয়ে তিনি নীলাম্বরী লুকে ধরা দিলেন ফ্রেমে
৬/১০
অভিনেত্রী তাঁর নতুন ছবিগুলো শেয়ার করে ফেসবুকে লিখেছেন, ‘নীল রং হলো গভীরতা, নীল রং হলো বিশালতা, নীল রং হলো অনন্তের প্রতীক। নীল রং জীবনযুদ্ধে শান্তির প্রলেপ’।
অভিনেত্রী তাঁর নতুন ছবিগুলো শেয়ার করে ফেসবুকে লিখেছেন, ‘নীল রং হলো গভীরতা, নীল রং হলো বিশালতা, নীল রং হলো অনন্তের প্রতীক। নীল রং জীবনযুদ্ধে শান্তির প্রলেপ’।
৭/১০
মনামী ভক্তদের আরও জানিয়েছেন, যাঁরা সাধারণত লাল আলতায় সাজেন, তাঁরা এবার নীল আলতা পরতে পারেন।
মনামী ভক্তদের আরও জানিয়েছেন, যাঁরা সাধারণত লাল আলতায় সাজেন, তাঁরা এবার নীল আলতা পরতে পারেন।
৮/১০
সম্প্রতি মনামী লঞ্চ করেছেন নিজের মিউজিক সংস্থা ‘এম মিউজিক’। সেখানেই এই নতুন সাজে উপস্থিত হন অভিনেত্রী। এই সংস্থার ব্যানারে ভবিষ্যতে নতুন গান তৈরির পরিকল্পনা আছে তাঁর
সম্প্রতি মনামী লঞ্চ করেছেন নিজের মিউজিক সংস্থা ‘এম মিউজিক’। সেখানেই এই নতুন সাজে উপস্থিত হন অভিনেত্রী। এই সংস্থার ব্যানারে ভবিষ্যতে নতুন গান তৈরির পরিকল্পনা আছে তাঁর
৯/১০
তবে সবকিছু ছাপিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে মনামীর নীল আলতা ও টিপের সাজ। অনেকেই প্রশংসা করছেন আবার অনেকে লাল আলতার বদলে নীল আলতা পছন্দ করছেন না।
তবে সবকিছু ছাপিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে মনামীর নীল আলতা ও টিপের সাজ। অনেকেই প্রশংসা করছেন আবার অনেকে লাল আলতার বদলে নীল আলতা পছন্দ করছেন না।
১০/১০
তবে তাঁর এই সাজের নেপথ্যের কারণ ফাঁস করা হয়নি। পরবর্তী মিউজিক ভিডিওতেই এই নীলাম্বরী লুকের রহস্য প্রকাশিত হবে।
তবে তাঁর এই সাজের নেপথ্যের কারণ ফাঁস করা হয়নি। পরবর্তী মিউজিক ভিডিওতেই এই নীলাম্বরী লুকের রহস্য প্রকাশিত হবে।
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৭: ০০
বিজ্ঞাপন