বলিউডের অন্য ধারার অভিনেত্রীদের মধ্যে রাধিকা আপতের নাম আসবে সবার আগে। ইউনিক আর সাহসী অভিনয় দিয়ে বরাবরই তিনি ভক্তদের মন জয় করে নেন। প্রতিবাদী মেজাজ আর ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী রাধিকা চরিত্রের প্রয়োজনে নানাভাবে ভেঙেছেন নিজেকে। এমনকি মা হওয়ার খবরটাও ছিল ভক্তদের জন্য এক বিস্ময়কর চমক। গত বছর অক্টোবরে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে তিনি হাজির হন বেবিবাম্প নিয়ে। তখনই জানা যায়, প্রথম সন্তানের খবর। এবার আসা যাক অভিনেত্রীর ফ্যাশন সেন্সের বিষয়ে। একজন বোল্ড ফ্যাশনিস্তা রাধিকা। স্টাইল নিয়ে একবিন্দুও কার্পণ্য করেন না তিনি। আউটফিট নির্বাচন আর দুর্দান্ত এক্সপ্রেশনের যুগলবন্দীতে তাঁর প্রতিটি লুক হয়ে ওঠে অসাধারণ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে পাওয়া ছবিগুলোতে সেরা কিছু লুক দেখে আসি চলুন আজ।
ছবি: রাধিকা আপ্তের ইন্সটাগ্রাম