খুব অল্প সময়েই ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন নাজনীন নিহা। সময়কাল কম হলেও একের পর এক নাটকে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে নিহা পরিচিতি পেয়েছেন দর্শকমহলে। বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন তিনি। তবে শুধু অভিনয় নয়, তাঁর চোখজুড়ানো চেহারা আর অসাধারণ ফ্যাশন সেন্সও মুগ্ধ করে ভক্তদের। আপাতত দর্শকের ভালোবাসায় সিক্ত এই সুন্দরী উদীয়মান অভিনেত্রীর ইনস্টাগ্রামে উঁকি দিয়ে তাঁর কিছু লুক দেখে নেওয়া যাক।