৫০ পেরিয়েও আকর্ষণ ছড়াচ্ছেন বাহুবলী-র রাজমাতা
শেয়ার করুন
ফলো করুন

ওয়ান শোল্ডার লাল ফ্লোরাল শাড়ি গাউনে রামিয়া। সঙ্গে পরেছেন স্টেটমেন্ট ইয়াররিং। হাতে রুপালি ব্রেসলেট। 

বিজ্ঞাপন

কালো শাড়িতে অনন্য রামিয়া

বিজ্ঞাপন

ভারতের বেশিরভাগ তারকাদের অন্যতম প্রিয় ফ্যাশন ডিজাইনার রাহুল মিশ্র। রামিয়ার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই। এখানে তিনি পরেছেন তাঁর হালকা হলুদ ফ্লোরাল গাউন।   

সাদাকালো ফুলেল প্রিন্টের স্লিভলেস ব্লাউজ ও সাদাকালো ডুরে শাড়িতে ভীষণ মিষ্টি লাগছে রামিয়াকে

রামিয়াও অন্যান্য তারকাদের মত মনোক্রোম ট্রেন্ডে নিজেকে সাজিয়েছেন। পরেছেন নিয়ন সবুজ সিল্ক শাড়ি। এর জমিনে ফুলেল এমব্রয়ডারি করা। এর সঙ্গে গয়না হিসেবে বেছে নিয়েছেন সাদা পাথরের ঝোলানো দুল

রামিয়া এখানে ট্রেন্ডি কালো মিডি ড্রেসের সঙ্গে পরেছেন লাল সবুজ এথনিক শর্ট জ্যাকেট। এই লুকে তাঁকে সুপার স্টাইলিশ লাগছে। 

ডার্ক মভ ভেলভেটের শাড়ির এই 'ম্যাক্সিমাল' লুকে রামিয়াকে বেশ দারুণ দেখাচ্ছে। গভীর নেকলাইনে বেড়েছে আকর্ষণ।

হিরো ইমেজ: রামিয়া কৃষনানের ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০১: ৫৩
বিজ্ঞাপন