কলকাতার বাংলা ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ সুস্মিতা দে। অনেক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন তিনি। আর এখন তাঁকে দেখা যায় ‘কথা’ ধারাবাহিকে। বলা যায়, ছোট পর্দার দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছেন সুস্মিতা। তাঁর পটোলচেরা চোখ, এক ঢাল লম্বা চুল, ধারালো ফিগারের প্রশংসা না করেও যেন পারা যায় না। একনজরে দেখলে মনে হবে উপন্যাসের কোনো চরিত্র। অনেকটা দেবীর মতো আঁকা তাঁর চেহারা। আর ফ্যাশন সেন্স? সেটাতেও এগিয়ে আছেন তিনি। ওয়েস্টার্ন তো পরেনই, তবে বেশি ভালোবাসেন এথনিক পোশাক। আজ অভিনেত্রীর বেশ কিছু লুক দেখে আসি চলুন