
অভিনেত্রী তমা মির্জার সৌন্দর্যের মাঝে আছে এক অন্যরকম আকর্ষণ। এমনিতে নন গ্ল্যামারাস চরিত্রেই বাজিমাত করেন তিনি বেশি। তবে বাস্তবে তাঁকে বিভিন্ন অনুষ্ঠানে বা ফটোশুটে দেখা যায় গ্ল্যামারাস রূপেই। সম্প্রতি তিনি সুপরিচিত মেকওভার বিশেষজ্ঞ জাহিদ খানের করা সফট গ্ল্যাম লুকে মোহনীয় রূপে ফ্রেমবন্দী হয়েছেন সাদা আর লাল পোশাকে। চলুন এক নজরে দেখে আসি এই লুক দুটি।






ছবি: তমা মির্জা ও জাহিদ খান ব্রাইডলা মেকওভারের ফেসবুক