লাল-সাদার সফট গ্ল্যামে মোহনীয় তমা মির্জা
শেয়ার করুন
ফলো করুন

অভিনেত্রী তমা মির্জার সৌন্দর্যের মাঝে আছে এক অন্যরকম আকর্ষণ। এমনিতে নন গ্ল্যামারাস চরিত্রেই বাজিমাত করেন তিনি বেশি। তবে বাস্তবে তাঁকে বিভিন্ন অনুষ্ঠানে বা ফটোশুটে দেখা যায় গ্ল্যামারাস রূপেই। সম্প্রতি তিনি সুপরিচিত মেকওভার বিশেষজ্ঞ জাহিদ খানের করা সফট গ্ল্যাম লুকে মোহনীয় রূপে ফ্রেমবন্দী হয়েছেন সাদা আর লাল পোশাকে। চলুন এক নজরে দেখে আসি এই লুক দুটি।

১/৬
টকটকে লাল জর্জেটের  শাড়ি আর ম্যাচিং ব্লাউজ পরেছেন তমা মির্জা
টকটকে লাল জর্জেটের শাড়ি আর ম্যাচিং ব্লাউজ পরেছেন তমা মির্জা
বিজ্ঞাপন
২/৬
এখানে নজরকাড়া এমবেলিশমেন্টের সাদা ডিপ সুইটহার্ট নেকলাইনের স্লিভলেস ব্লাউজ আর সাদা ক্রেপ ফেব্রিকের শাড়িতে দেখা যাচ্ছে তাঁকে
এখানে নজরকাড়া এমবেলিশমেন্টের সাদা ডিপ সুইটহার্ট নেকলাইনের স্লিভলেস ব্লাউজ আর সাদা ক্রেপ ফেব্রিকের শাড়িতে দেখা যাচ্ছে তাঁকে
বিজ্ঞাপন
৩/৬
মেকওভারটি এ লুকের হাইলাইট। কপার টোনের আই শ্যাডো, ফুল লিপসের সেমি গ্লসি ফিনিশ, টেনে দেওয়া আইলাইনার, ছোট লাল টিপ, পরিমিত ব্লাশ অনের ব্যবহারে চোখজুড়ানো সফট গ্ল্যাম লুকের সঙ্গে সোনায় সোহাগা হয়েছে ওয়েভি হেয়ারস্টাইল
মেকওভারটি এ লুকের হাইলাইট। কপার টোনের আই শ্যাডো, ফুল লিপসের সেমি গ্লসি ফিনিশ, টেনে দেওয়া আইলাইনার, ছোট লাল টিপ, পরিমিত ব্লাশ অনের ব্যবহারে চোখজুড়ানো সফট গ্ল্যাম লুকের সঙ্গে সোনায় সোহাগা হয়েছে ওয়েভি হেয়ারস্টাইল
৪/৬
এখানেও ফুল লিপসে ন্যুড শেড দেখা যাচ্ছে। সেমি স্মোকি এফেক্ট আছে চোখের সাজে। আই ব্রো আর মাসকারায় গ্লসি ভাব। সফট গ্ল্যাম ফিনিশে খুব বেশি রঙের খেলা নেই। এতে এসেছে আভিজাত্য
এখানেও ফুল লিপসে ন্যুড শেড দেখা যাচ্ছে। সেমি স্মোকি এফেক্ট আছে চোখের সাজে। আই ব্রো আর মাসকারায় গ্লসি ভাব। সফট গ্ল্যাম ফিনিশে খুব বেশি রঙের খেলা নেই। এতে এসেছে আভিজাত্য
৫/৬
নজরকাড়া ওপালের দুল ও নেকপিস আর এক হাতে চুড়ি পরেছেন তমা
নজরকাড়া ওপালের দুল ও নেকপিস আর এক হাতে চুড়ি পরেছেন তমা
৬/৬
টেনে বাঁধা স্লিক আপডু স্টাইল দারুণ মানিয়েছে এই লুকে। সঙ্গে তমা পরেছেন সাদা পাথরের বড় টপ। তিন লহরের নেকপিসে লাল পাথরটি নজর কাড়ছে।
টেনে বাঁধা স্লিক আপডু স্টাইল দারুণ মানিয়েছে এই লুকে। সঙ্গে তমা পরেছেন সাদা পাথরের বড় টপ। তিন লহরের নেকপিসে লাল পাথরটি নজর কাড়ছে।

ছবি: তমা মির্জা ও জাহিদ খান ব্রাইডলা মেকওভারের ফেসবুক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩: ৩৮
বিজ্ঞাপন