কমফোর্ট জোনের বাইরে গিয়ে নানা লুকে কালোয় আলো ছড়াচ্ছেন শানায়া
শেয়ার করুন
ফলো করুন

ফ্যাশন স্টেটমেন্ট আসলে অনেকটাই নির্ভর করে ব্যক্তিগত পছন্দ ও কমফোর্ট লেভেলের ওপরে। অনেকে এথনিক লুকে স্বচ্ছন্দ বোধ করেন, কেউ পশ্চিমা আউটফিটে। কেউ হয়তো সফট বা প্যাস্টেল শেড বা কুল কালার প্যালেট পছন্দ করেন। আবার কাউকে বেশিরভাগ সময় কালো পোশাকে দেখা যায়। বলিউডের কাপুর কন্যা শানায়া যেমন সফট গার্ল লুকেই বেশি আবেদন ছড়ান সবসময়। কিন্তু সাম্প্রতিক কিছু ছবিতে ইন্সটাগ্রামে কালোয় আলো ছড়াতে দেখা যাচ্ছে বলিউডের এই জেনজি সুন্দরীকে। পুরো লুক আর বডি ল্যাঙ্গুয়েজে বেশ নিরীক্ষার ছাপ নজর কাড়ছে। চলুন তবে শানায়া কাপুরের সাম্প্রতিক এই লুকগুলো দেখে নেওয়া যাক।

১/৫
দিওরের ক্রুজ কালেকশনের এই চেক প্যাটার্নের কালো টপ ও মিনি স্কার্ট পরেছেন শানায়া। সঙ্গে দিওরের ব্যাগ
দিওরের ক্রুজ কালেকশনের এই চেক প্যাটার্নের কালো টপ ও মিনি স্কার্ট পরেছেন শানায়া। সঙ্গে দিওরের ব্যাগ
বিজ্ঞাপন
২/৫
কালো কোট ড্রেসের সঙ্গে শানায়ার বো ডিটেইলিং দেওয়া কালো হিলস নজর কাড়ছে
কালো কোট ড্রেসের সঙ্গে শানায়ার বো ডিটেইলিং দেওয়া কালো হিলস নজর কাড়ছে
বিজ্ঞাপন
৩/৫
কালো ব্রালেটের সঙ্গে তিনি পরেছেন কালো ট্রিমের মেটালিক লম্বা স্ট্রেট কাটের স্কার্ট
কালো ব্রালেটের সঙ্গে তিনি পরেছেন কালো ট্রিমের মেটালিক লম্বা স্ট্রেট কাটের স্কার্ট
৪/৫
এখানে কালোর সঙ্গে মেটালিক ফেব্রিকের মিশেলের ব্রালেট পরেছেন শানায়া। সঙ্গে হিপহপ আমেজের লো রাইজ প্যান্ট ও স্নিকার্স
এখানে কালোর সঙ্গে মেটালিক ফেব্রিকের মিশেলের ব্রালেট পরেছেন শানায়া। সঙ্গে হিপহপ আমেজের লো রাইজ প্যান্ট ও স্নিকার্স
৫/৫
ফেড  ওয়াশের ডেনিমের ব্রালেট আর মিনিস্কার্টের সঙ্গে এখানে দেখা যাচ্ছে ফো লেদারের কালো বম্বার জ্যাকেট
ফেড ওয়াশের ডেনিমের ব্রালেট আর মিনিস্কার্টের সঙ্গে এখানে দেখা যাচ্ছে ফো লেদারের কালো বম্বার জ্যাকেট

ছবি: শানায়া কাপুরের ইন্সটাগ্রাম

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৪: ০০
বিজ্ঞাপন