
বলিউডের বোল্ড তারকা তারা সুতারিয়া। বেশ অল্প সময়ের মধ্যেই কুড়িয়েছেন অভিনয়ের প্রশংসা আর সঙ্গে পুরস্কারও। আর স্টাইলিশ অভিনেত্রী হিসেবে তারা সুতারিয়ার এমনিতেই এক আলাদা অবস্থান আছে ইন্ডাস্ট্রিতে। কদর আছে তাঁর মডেলিং জগতেও। সম্প্রতি এই জেনজি ডিভা আবারও মুগ্ধ করলেন নতুন এক লুকে। নিজের জন্মদিনে তিনি হাজির হয়েছেন একদম চোখধাঁধানো লুকে। ছবির গল্পে রইল বিস্তারিত...








