ভিনটেজ হলিউড গ্ল্যাম ছড়াচ্ছেন তারা সুতারিয়া
শেয়ার করুন
ফলো করুন

বলিউডের বোল্ড তারকা তারা সুতারিয়া। বেশ অল্প সময়ের মধ্যেই কুড়িয়েছেন অভিনয়ের প্রশংসা আর সঙ্গে পুরস্কারও। আর স্টাইলিশ অভিনেত্রী হিসেবে তারা সুতারিয়ার এমনিতেই এক আলাদা অবস্থান আছে ইন্ডাস্ট্রিতে। কদর আছে তাঁর মডেলিং জগতেও। সম্প্রতি এই জেনজি ডিভা আবারও মুগ্ধ করলেন নতুন এক লুকে। নিজের জন্মদিনে তিনি হাজির হয়েছেন একদম চোখধাঁধানো লুকে। ছবির গল্পে রইল বিস্তারিত...

১/৯
ভিনটেজ হলিউড গ্ল্যামের ঝলক ধরা দিয়েছে তাঁর এই লুকে। ঝলমলে ক্রিস্টাল অলংকরণে সাজানো এই আউটফিটে তারার দিক থেকে চোখ ফেরানোই দায়
ভিনটেজ হলিউড গ্ল্যামের ঝলক ধরা দিয়েছে তাঁর এই লুকে। ঝলমলে ক্রিস্টাল অলংকরণে সাজানো এই আউটফিটে তারার দিক থেকে চোখ ফেরানোই দায়
বিজ্ঞাপন
২/৯
ইউসুফ আলজাসমির আইকনিক ওত কুতুর ২০২২–২৩ কালেকশন থেকে নেওয়া এক মিডি বডিকন ড্রেসে নিজের জন্মদিনের পার্টিতে হাজির হন এই ডিভা
ইউসুফ আলজাসমির আইকনিক ওত কুতুর ২০২২–২৩ কালেকশন থেকে নেওয়া এক মিডি বডিকন ড্রেসে নিজের জন্মদিনের পার্টিতে হাজির হন এই ডিভা
বিজ্ঞাপন
৩/৯
ড্রেসটির সবচেয়ে আকর্ষণীয় অংশ সূক্ষ্মভাবে সাজানো মুক্তার কাজ
ড্রেসটির সবচেয়ে আকর্ষণীয় অংশ সূক্ষ্মভাবে সাজানো মুক্তার কাজ
৪/৯
পুরো পোশাকটিই শিয়ার ন্যুড ফেব্রিকের ওপর মুক্তা, ক্রিস্টালের ঝকঝকে বিডওয়ার্কে মোড়া
পুরো পোশাকটিই শিয়ার ন্যুড ফেব্রিকের ওপর মুক্তা, ক্রিস্টালের ঝকঝকে বিডওয়ার্কে মোড়া
৫/৯
ক্রিস্টাল ও মুক্তার মানানসই আর্ম-লেংথের গ্লাভসটিও নজরকাড়া, যা পুরো লুকে পুরোনো হলিউডের রাজসিক আমেজ যোগ করেছে
ক্রিস্টাল ও মুক্তার মানানসই আর্ম-লেংথের গ্লাভসটিও নজরকাড়া, যা পুরো লুকে পুরোনো হলিউডের রাজসিক আমেজ যোগ করেছে
৬/৯
স্লিক বান হেয়ারস্টাইলটি ক্ল্যাসিক এই লুকটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে।
স্লিক বান হেয়ারস্টাইলটি ক্ল্যাসিক এই লুকটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে।
৭/৯
চোখে শিমারি আইশ্যাডো ও উইংড আইলাইনার, ঠোঁটে গ্লসি ন্যুড লিপকালার আর গালে হালকা ব্লাশ ও হাইলাইটার—পরিমিত এই সাজে গ্ল্যাম ছড়াচ্ছেন তিনি।
চোখে শিমারি আইশ্যাডো ও উইংড আইলাইনার, ঠোঁটে গ্লসি ন্যুড লিপকালার আর গালে হালকা ব্লাশ ও হাইলাইটার—পরিমিত এই সাজে গ্ল্যাম ছড়াচ্ছেন তিনি।
৮/৯
পুরো পোশাকটিই যেন অলংকার। তাই শুধু কানে পরতে বেছে নিয়েছেন মিনিমাল নকশার হীরার ফ্লোরাল স্টাড।  
পুরো পোশাকটিই যেন অলংকার। তাই শুধু কানে পরতে বেছে নিয়েছেন মিনিমাল নকশার হীরার ফ্লোরাল স্টাড।
৯/৯
এই পুরো লুকটির স্টাইলিংয়ে ছিলেন সেলিব্রিটি স্টাইলিস্ট তানিয়া ঘাবরি। তাঁর নিখুঁত স্টাইলিংয়ে তারার সাজে মিশে গেছে ভিনটেজ চার্ম আর সমসাময়িক গ্ল্যামারের চমৎকার সমন্বয়।
এই পুরো লুকটির স্টাইলিংয়ে ছিলেন সেলিব্রিটি স্টাইলিস্ট তানিয়া ঘাবরি। তাঁর নিখুঁত স্টাইলিংয়ে তারার সাজে মিশে গেছে ভিনটেজ চার্ম আর সমসাময়িক গ্ল্যামারের চমৎকার সমন্বয়।
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১০: ৪৩
বিজ্ঞাপন