অভিনেত্রী মুমতাহিনা টয়া ঘুরে বেড়াতে খুবই ভালোবাসেন। দেখা যায় তাঁকে দেশ-বিদেশে অবকাশযাপনে। আর ভ্রমণগন্তব্যের ক্ষেত্রে টয়ার প্রথম পছন্দ সমুদ্র। দেশ-বিদেশের সমুদ্র সৈকতে নানা স্টাইলিশ লুকে তিনি প্রায়ই ছবি শেয়ার করেন ভক্ত ও অনুসারীদের সঙ্গে। আর এই লুকগুলো বলে দিচ্ছে, সাগরপাড়ে টয়া মানেই একরাশ আকর্ষণ।
ছবি: টয়ার ইন্সটাগ্রাম