অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের সৌন্দর্য যেন সবার চেয়ে একটু আলাদা। স্নিগ্ধতা, আত্মবিশ্বাস আর পরিমিত আবেদনের দুর্দান্ত কম্বিনেশন বলা যায় এই অভিনেত্রীকে। খুব আবেগী তিনি। জীবন দিয়ে ভালোবাসেন প্রকৃতিকে। শাপলা বিলে তোলা শ্বেতশুভ্র লুকের মায়াবী ১০টি ছবি সে কথাই বলছে।
ছবি: নওশাবার ফেসবুক
ছবির কারিগর: রাকিবুল হাসান (ক্যামেরাওয়ালা)