
প্রায়ই তাঁকে দেখা যায় একেবারে ন্যাচারাল বা নো মেকআপ লুকে। আপনমনে কাটানো নানা মুহূর্তও শেয়ার করেন সকলের সঙ্গে এই খেয়ালি অভিনেত্রী। আশনা হাবিব ভাবনাকে এমন নামে ডাকা যেতেই পারে। প্রাকৃতিক সৌন্দর্য, মিষ্টি হাসি আর মায়াময় মুখশ্রীতে তিনি সবসময় মুগ্ধ করেন ভক্তদের। অনেকটা নিজের খেয়ালেই চলেন এই আত্মবিশ্বাসী অভিনেত্রী। নৃত্যে পারদর্শী ভাবনার বডি ল্যাঙ্গুয়েজ আর অভিব্যক্তি মাঝে মাঝেই তাঁকে আলাদা লুক দেয় বিভিন্ন সাজপোশাকে। চলুন তবে এই সুন্দরী অভিনেত্রীর এমন কিছু আলাদা লুক দেখে নিই সাম্প্রতিক ইন্সটাগ্রাম পোস্ট থেকে।










ছবি: ভাবনার ইন্সটাগ্রাম