অন্যরকম ১০টি আবেদনময় লুকে দেখে নিন এই খেয়ালি অভিনেত্রীকে
শেয়ার করুন
ফলো করুন

প্রায়ই তাঁকে দেখা যায় একেবারে ন্যাচারাল বা নো মেকআপ লুকে। আপনমনে কাটানো নানা মুহূর্তও শেয়ার করেন সকলের সঙ্গে এই খেয়ালি অভিনেত্রী। আশনা হাবিব ভাবনাকে এমন নামে ডাকা যেতেই পারে। প্রাকৃতিক সৌন্দর্য, মিষ্টি হাসি আর মায়াময় মুখশ্রীতে তিনি সবসময় মুগ্ধ করেন ভক্তদের। অনেকটা নিজের খেয়ালেই চলেন এই আত্মবিশ্বাসী অভিনেত্রী। নৃত্যে পারদর্শী ভাবনার বডি ল্যাঙ্গুয়েজ আর অভিব্যক্তি মাঝে মাঝেই তাঁকে আলাদা লুক দেয় বিভিন্ন সাজপোশাকে। চলুন তবে এই সুন্দরী অভিনেত্রীর এমন কিছু আলাদা লুক দেখে নিই সাম্প্রতিক ইন্সটাগ্রাম পোস্ট থেকে।

১/১০
নাটকীয় টানা আইলাইনার, পুরু লাল ঠোঁট, লাল টিপের সঙ্গে কপালে চন্দনের সাদা ফোঁটা, হাতের মেহেদি আর ব্লাউজ বিনে আটপৌরে শাড়ির সঙ্গে গহনা। বিষাদমাখা নববধূর রূপে মুগ্ধ করছেন ভাবনা।
নাটকীয় টানা আইলাইনার, পুরু লাল ঠোঁট, লাল টিপের সঙ্গে কপালে চন্দনের সাদা ফোঁটা, হাতের মেহেদি আর ব্লাউজ বিনে আটপৌরে শাড়ির সঙ্গে গহনা। বিষাদমাখা নববধূর রূপে মুগ্ধ করছেন ভাবনা।
বিজ্ঞাপন
২/১০
লম্বা কোঁকড়া চুলের সঙ্গে সাদামাটা সুতির শাড়ি আর উদাসী অভিব্যক্তিতে সাদাকালো ছবিতে অন্যরকম লাগছে এই অভিনেত্রীকে
লম্বা কোঁকড়া চুলের সঙ্গে সাদামাটা সুতির শাড়ি আর উদাসী অভিব্যক্তিতে সাদাকালো ছবিতে অন্যরকম লাগছে এই অভিনেত্রীকে
বিজ্ঞাপন
৩/১০
একপ্রেশনে আকর্ষণ। ডিপনেক ডিজানের সাদা এথনিক পোশাকেও
একপ্রেশনে আকর্ষণ। ডিপনেক ডিজানের সাদা এথনিক পোশাকেও
৪/১০
সাজতে গিয়ে কিউট পাউট লুকে ধরা দিয়েছেন ভাবনা ক্যামেরায়
সাজতে গিয়ে কিউট পাউট লুকে ধরা দিয়েছেন ভাবনা ক্যামেরায়
৫/১০
কালো টিপ, নাটকীয় আই মেকআপ আর লাল ঠোঁটে নাচের মুদ্রায় দেখা যাচ্ছে ভাবনাকে। পরনে জমকালো লাল পোশাক আর সোনালি গয়না
কালো টিপ, নাটকীয় আই মেকআপ আর লাল ঠোঁটে নাচের মুদ্রায় দেখা যাচ্ছে ভাবনাকে। পরনে জমকালো লাল পোশাক আর সোনালি গয়না
৬/১০
রহস্যে ঘেরা আলো আঁধারিতে ভাবনার মুখাবয়ব
রহস্যে ঘেরা আলো আঁধারিতে ভাবনার মুখাবয়ব
৭/১০
ফুলের সুবাসে আনমনা ভাবনাকে কালো স্লিভলেস ড্রেস আর সোনালি নেকপিসের লুকে ক্যামেরাবন্দী করা হয়েছে লাইট-শেডের খেলায়
ফুলের সুবাসে আনমনা ভাবনাকে কালো স্লিভলেস ড্রেস আর সোনালি নেকপিসের লুকে ক্যামেরাবন্দী করা হয়েছে লাইট-শেডের খেলায়
৮/১০
চেনা ভাবনাকে অন্যরকম পোজে অচেনা লাগছে কালো শাড়ির সাজে
চেনা ভাবনাকে অন্যরকম পোজে অচেনা লাগছে কালো শাড়ির সাজে
৯/১০
এখানে জারবারা হাতে রঙিন ভাবনা।
এখানে জারবারা হাতে রঙিন ভাবনা।
১০/১০
এক ঢাল এলোমেলো কোঁকড়া চুলে এভাবে দেখা যায় নি এই অভিনেত্রীকে আগে। চোখের দৃষ্টিতেই চোখ আটকে যায়।
এক ঢাল এলোমেলো কোঁকড়া চুলে এভাবে দেখা যায় নি এই অভিনেত্রীকে আগে। চোখের দৃষ্টিতেই চোখ আটকে যায়।

ছবি: ভাবনার ইন্সটাগ্রাম

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০২: ১০
বিজ্ঞাপন