ফিল্মফেয়ারের প্রচ্ছদে ৫টি বোল্ড লুকে উলালা গার্ল বিদ্যা: দুই দশকের ক্যারিয়ারে নতুন মাইলফলক
শেয়ার করুন
ফলো করুন

সাদা-কালোয় মুগ্ধতা

ফিল্মফেয়ার ম্যাগাজিনের জুলাই-আগস্ট সংখ্যার কাভার গার্ল হিসেবে দেখা গেছে বিদ্যা বালানকে। এই ফটোশুটের প্রথম লুকেই অভিনেত্রী নজর কাড়েন একটি সাদা-কালো গাউনের লুকে। হাই নেক আর ওয়ান শোল্ডার নকশা তাঁর পোশাককে দিয়েছে আলাদা আমেজ। তবে গাউনে থাকা ক্রিস্টেল এম্বেলিশমেন্ট আর ফ্লোর–ছোঁয়া ফেব্রিক বিশেষ আকর্ষণ কাড়ছে।

কাজল দেওয়া চোখ, ন্যুড পিঙ্ক লিপস্টিকে সাজানো ঠোঁট আর কানে পরেছেন মুক্তার দুল—সব মিলিয়ে এক অনবদ্য ওল্ড-হলিউড গ্ল্যামার ভাইব ফুটে উঠেছে এই লুকে।

বিজ্ঞাপন

প্যান্টস্যুটে সাহসী আবেদন

ধূসর প্যান্টস্যুট আর তার নিচে কালো লেইসি কোরসেট—এই কম্বিনেশনে বিদ্যার উপস্থিতি সত্যিই নজরকাড়া। তিনি আবারও প্রমাণ করেছেন, স্টাইল কেবল বাহ্যিক রূপ নয়, বরং আত্মপ্রকাশেরও ভাষা।

এই আউটফিটের সঙ্গে বিদ্যা বেছে নিয়েছেন কালো হিল আর কানে পরেছেন স্টেটমেন্ট দুল। বডিটাইপ ও সৌন্দর্য নিয়ে প্রচলিত স্টেরিওটাইপ ভেঙে অভিনেত্রী গড়ে তুলেছেন নিজস্ব স্টাইল স্টেটমেন্ট।

বিজ্ঞাপন

ব্রোঞ্জ গাউনে গ্ল্যামারাস বিদ্যা

তাঁর এই লুক থেকে যেন চোখ ফেরাতেই পারছেন না ফ্যাশনিস্তা ভক্তরা। চোখধাঁধানো একটি ব্রোঞ্জ রঙের হাই স্লিট গাউনে ধরা দিয়েছেন বিদ্যা। রাইনস্টোন খচিত এই পোশাকের কোমরের দিকে আছে গ্যাদার্ড নকশা।

মেকআপ ও অ্যাকসেসরিজে রেখেছেন মিনিমাল অ্যাপ্রোচ—গোল্ডেন হুপ দুল আর ব্রেসলেটেই সম্পূর্ণ করেছেন সাজ।

ক্ল্যাসিক ডেনিম লুক

ডেনিম নিয়ে নানা ধরনের নিরীক্ষা আকৃষ্ট করে ফ্যাশনিস্তাদের। পুরোনো না হওয়া এই ক্ল্যাসিক ফ্যাশনকে স্টাইল স্টেটমেন্টে আনা যায় নানাভাবে। বিদ্যা তাঁর এই লুকে ধরা দিয়েছেন ক্যাজুয়াল ডেনিম ড্রেসে। আত্মবিশ্বাস ও সৌন্দর্যের মেলবন্ধন ফুটে উঠেছে তাঁর প্রতিটি ছবিতে।

কলার দেওয়া এই ড্রেসের নিচে কালো টপ পরেছেন তিনি। দুপাশে আছে স্টাইলিশ পকেট। তবে আবেদন কাড়ছে ড্রেসের মিডল স্লিট ডিজাইন। এই লুকে জুটি হয়েছে সাদা হাই হিল। তাঁর কানে আর আঙুলে শোভা পাচ্ছে কপার গোল্ডের স্টেটমেন্ট জুয়েলারি।

কালো পোশাকে সাবলীল বোল্ডনেস

কালো বডিকন গাউনে ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী। স্ট্র্যাপলেস এই পোশাকের ওপরের অংশটুকু লেদার দিয়ে তৈরি, আছে কালো রিবনও। সুন্দর এই মিনিমাল গাউনের সঙ্গে বিদ্যার মেকআপও বেশ নজর কাড়ছে।

সুসজ্জিত কালো ভ্রু, স্মোকি চোখ আর ঠোঁটে ন্যুড পিঙ্ক লিপ কালারে সেজেছেন সুন্দরী। চুলগুলো ছেড়ে রাখা তাঁর। আর কানে শোভা পাচ্ছে ঝুলে থাকা স্টেটমেন্ট দুল। সব মিলিয়ে তাঁর এই লুকটি হয়ে উঠেছে শক্তিশালী নারীত্বের প্রতীক।

ছবি: ফিল্মফেয়ারের ইন্সটাগ্রাম

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৪: ০০
বিজ্ঞাপন