চোখধাঁধানো ফুলেল কো-অর্ড সেটে জয়ার তান্ডব লুক
শেয়ার করুন
ফলো করুন

তান্ডব সিনেমা নিয়ে তান্ডব চলছে চারিদিকে। আর এই সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয় করে অভিনেত্রী জয়া আহসান রয়েছেন তুমুল আলোচনায়। তান্ডব এর বিশেষ শো দেখতে এই অভিনেত্রীকে দেখা গেল ফুলেল কো-অর্ডসের লুকে।

১/৪
তান্ডবে জয়া আহসানের রোলের মতো এর বিশেষ শোয়ে তাঁর তান্ডব লুকও অত্যন্ত নজরকাড়া
তান্ডবে জয়া আহসানের রোলের মতো এর বিশেষ শোয়ে তাঁর তান্ডব লুকও অত্যন্ত নজরকাড়া
বিজ্ঞাপন
২/৪
চোখধাঁধানো ফুলেল কো অর্ড সেটে দেখা দিয়েছেন তিনি
চোখধাঁধানো ফুলেল কো অর্ড সেটে দেখা দিয়েছেন তিনি
বিজ্ঞাপন
৩/৪
কালোর ওপরে গোলাপি ও সাদার নানা শেডের এই থ্রি পিস কোঅর্ড সেটে স্ট্রিং দিয়ে গ্যাদার করা ফেব্রিকের ব্রালেট টপের সঙ্গে লুজ ফিটিং বটম আর ম্যাচিং লং জ্যাকেট পরেছেন তিনি
কালোর ওপরে গোলাপি ও সাদার নানা শেডের এই থ্রি পিস কোঅর্ড সেটে স্ট্রিং দিয়ে গ্যাদার করা ফেব্রিকের ব্রালেট টপের সঙ্গে লুজ ফিটিং বটম আর ম্যাচিং লং জ্যাকেট পরেছেন তিনি
৪/৪
উলটে পনিটেইল করা চুল আর হুপ দুলে জয়াকে সবসময়ের মতোই তারুণ্যদীপ্ত লাগছে দেখতে।
উলটে পনিটেইল করা চুল আর হুপ দুলে জয়াকে সবসময়ের মতোই তারুণ্যদীপ্ত লাগছে দেখতে।

ছবি: জয়া আহসানের ইন্সটাগ্রাম

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০২: ০০
বিজ্ঞাপন