জেন-জি ডিভার ফ্যাশন স্টেটমেন্ট: অনন্যা পাণ্ডের সেরা ১৫ ফ্যাশন মুহূর্ত
শেয়ার করুন
ফলো করুন

বলিউড ফ্যাশনে ২০২৫ যেন অনন্যা পাণ্ডের দখলে ছিল । বছরজুড়ে বিভিন্ন ইভেন্ট, রেড কার্পেট, ভ্যাকেশন আউটিং এবং ফটোশ্যুটে নিজের অনন্য স্টাইল দেখিয়ে দর্শকদের মন জয় করেছেন এই জেন-জি তারকা। সিম্পল  থেকে গ্ল্যামারাস, ক্যাজুয়াল থেকে বিলাসবহুল—প্রতিটি লুকেই ফুটেছে তার ফ্যাশন সেন্সের স্বকীয়তা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এ বছরে অনন্যার সেরা বোল্ড ও স্টাইলিশ মুহূর্ত।

১/১৫
জিকিউ বেস্ট ড্রেসড ২০২৫-এর বিশেষ আসরে অনন্যার পরা পার্লকোর ড্রেসটি ছিল সবার জন্য চমক।  মিনি ড্রেসটিতে নিখুঁতভাবে বসানো ছোট-বড় নানা আকৃতির মুক্তা যেন নিজের আলো ছড়াচ্ছে।
জিকিউ বেস্ট ড্রেসড ২০২৫-এর বিশেষ আসরে অনন্যার পরা পার্লকোর ড্রেসটি ছিল সবার জন্য চমক।  মিনি ড্রেসটিতে নিখুঁতভাবে বসানো ছোট-বড় নানা আকৃতির মুক্তা যেন নিজের আলো ছড়াচ্ছে।
বিজ্ঞাপন
২/১৫
আবেদনময় বডিকন ড্রেসে আকর্ষণ কাড়ছে কাটআউট নকশা
আবেদনময় বডিকন ড্রেসে আকর্ষণ কাড়ছে কাটআউট নকশা
বিজ্ঞাপন
৩/১৫
৭০তম হুন্ডাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫-এর রেড কার্পেটে ঝলমলে তারকাদের ভিড়ে অনন্যা পান্ডের লুক ছিল একেবারেই আলাদা। তিনি পরেছিলেন ফিউশন স্টাইলে ড্রেপ করা বাঁধনী সিল্ক শাড়ি । এর সঙ্গে গুজরাটের ঐতিহ্যবাহী পাটোলা-অনুপ্রাণিত করসেট ব্লাউজ জুটি হয়েছে।
৭০তম হুন্ডাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫-এর রেড কার্পেটে ঝলমলে তারকাদের ভিড়ে অনন্যা পান্ডের লুক ছিল একেবারেই আলাদা। তিনি পরেছিলেন ফিউশন স্টাইলে ড্রেপ করা বাঁধনী সিল্ক শাড়ি । এর সঙ্গে গুজরাটের ঐতিহ্যবাহী পাটোলা-অনুপ্রাণিত করসেট ব্লাউজ জুটি হয়েছে।
৪/১৫
ফ্রিঞ্জ দেওয়া মিনি ড্রেসের লুক
ফ্রিঞ্জ দেওয়া মিনি ড্রেসের লুক
৫/১৫
অনন্যা বেনারসির শাড়ি-গাউনের মাধ্যমে ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন করেছেন। লুকের কেন্দ্রবিন্দু হলো স্টানিং টারকোয়াইজ-নীল বেনারসি শাড়ি। ফেব্রিকে রয়েছে রাজকীয় জারি মোটিফের সঙ্গে গোল্ডেন ফুলেল প্যাটার্ন। তবে সত্যিই এই লুককে আলাদা করেছে ড্রেপিং স্টাইল বা শাড়ি পরার ধরন।
অনন্যা বেনারসির শাড়ি-গাউনের মাধ্যমে ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন করেছেন। লুকের কেন্দ্রবিন্দু হলো স্টানিং টারকোয়াইজ-নীল বেনারসি শাড়ি। ফেব্রিকে রয়েছে রাজকীয় জারি মোটিফের সঙ্গে গোল্ডেন ফুলেল প্যাটার্ন। তবে সত্যিই এই লুককে আলাদা করেছে ড্রেপিং স্টাইল বা শাড়ি পরার ধরন।
৬/১৫
ব্রোঞ্জ টোনের ক্রিস্টেল স্টাডেড লেহেঙ্গায় ফ্যাশনিস্তা অভিনেত্রী। মাইক্রো ব্রালেট টপের সঙ্গে জুটি হয়েছে মারমেইড কাটের স্কার্ট আর ওড়না
ব্রোঞ্জ টোনের ক্রিস্টেল স্টাডেড লেহেঙ্গায় ফ্যাশনিস্তা অভিনেত্রী। মাইক্রো ব্রালেট টপের সঙ্গে জুটি হয়েছে মারমেইড কাটের স্কার্ট আর ওড়না
৭/১৫
 হল্টার নেক গাউনের লুকে উষ্ণতা ছড়ালেন এই জেন-জি তারকা। প্রিয়াঙ্কা কাপাড়িয়ার স্টাইলিংয়ে তিনি পরেছিলেন লেবানিজ বিলাসবহুল ব্র্যান্ড এলি সাবের ২০০৭ সালের স্প্রিং কতুর কালেকশনের উজ্জ্বল সোনালি গাউন।
হল্টার নেক গাউনের লুকে উষ্ণতা ছড়ালেন এই জেন-জি তারকা। প্রিয়াঙ্কা কাপাড়িয়ার স্টাইলিংয়ে তিনি পরেছিলেন লেবানিজ বিলাসবহুল ব্র্যান্ড এলি সাবের ২০০৭ সালের স্প্রিং কতুর কালেকশনের উজ্জ্বল সোনালি গাউন।
৮/১৫
নীল লেহেঙ্গায় আকর্ষণ কাড়ছেন জেন-জি ডিভা । নীল ব্রালেটে শোভা পাচ্ছে সোনালি আর মাল্টিকালার সুতায় বোনা ফুলেল নকশা। ফ্লোর ছোঁয়া স্কার্টের নিচেও নিখুঁত কারুকাজ আছে
নীল লেহেঙ্গায় আকর্ষণ কাড়ছেন জেন-জি ডিভা । নীল ব্রালেটে শোভা পাচ্ছে সোনালি আর মাল্টিকালার সুতায় বোনা ফুলেল নকশা। ফ্লোর ছোঁয়া স্কার্টের নিচেও নিখুঁত কারুকাজ আছে
৯/১৫
অ্যানিমেল প্রিন্টের টপ -স্কার্টের লুকে বেশ স্টাইলিশ লাগছে তাঁকে
অ্যানিমেল প্রিন্টের টপ -স্কার্টের লুকে বেশ স্টাইলিশ লাগছে তাঁকে
১০/১৫
শাড়ি আর ফুলেল টপের ফিউশন লুকে অনন্যার আবেদনময়ী লুক যে কাউকেই বিমোহিত করবে
শাড়ি আর ফুলেল টপের ফিউশন লুকে অনন্যার আবেদনময়ী লুক যে কাউকেই বিমোহিত করবে
১১/১৫
অনন্যা পান্ডের ফ্যাশনে মহারানি গায়ত্রী দেবীর অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে এ বছর।  ফটোশুটে অনন্যা পরেছেন ভারতীয় ডিজাইনার মনীশ মালহোত্রার তৈরি সাদা লেসের কাটওয়ার্ক শাড়ি। তবে লুকের আসল ম্যাজিক লুকিয়ে ছিল তাঁর পরা ১৯৪৮ সালের ফরাসি ডিজাইনার জাক ফাথ-এর তৈরি বিরল করসেটে।
অনন্যা পান্ডের ফ্যাশনে মহারানি গায়ত্রী দেবীর অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে এ বছর।  ফটোশুটে অনন্যা পরেছেন ভারতীয় ডিজাইনার মনীশ মালহোত্রার তৈরি সাদা লেসের কাটওয়ার্ক শাড়ি। তবে লুকের আসল ম্যাজিক লুকিয়ে ছিল তাঁর পরা ১৯৪৮ সালের ফরাসি ডিজাইনার জাক ফাথ-এর তৈরি বিরল করসেটে।
১২/১৫
স্ট্র্যাপলেস গাউনের সঙ্গে লেয়ার করেছেন একই রঙের ব্লেজার
স্ট্র্যাপলেস গাউনের সঙ্গে লেয়ার করেছেন একই রঙের ব্লেজার
১৩/১৫
পাখি মোটিফের কমলা শাড়িতে অন্যরকম আমেজে ধরা দিয়েছেন এই সুন্দরী
পাখি মোটিফের কমলা শাড়িতে অন্যরকম আমেজে ধরা দিয়েছেন এই সুন্দরী
১৪/১৫
মডার্ন ব্রাইডসমেইড লুকে অনন্যা। ক্রপ টপের সঙ্গে পরেছেন জুয়েল টোনের ঘেরওয়ালা স্কার্ট। মাল্টিকালার লেহেঙ্গায় ফুটে উঠেছে ফ্লোরাল নকশার সূক্ষ্ম হ্যান্ড এমব্রয়ডারি, মিরর ও সিকুইনের কাজ।
মডার্ন ব্রাইডসমেইড লুকে অনন্যা। ক্রপ টপের সঙ্গে পরেছেন জুয়েল টোনের ঘেরওয়ালা স্কার্ট। মাল্টিকালার লেহেঙ্গায় ফুটে উঠেছে ফ্লোরাল নকশার সূক্ষ্ম হ্যান্ড এমব্রয়ডারি, মিরর ও সিকুইনের কাজ।
১৫/১৫
হলুদ বাঁধনী লেহেঙ্গার লুকে নব্বই দশকের ভাইব ফুটে উঠেছে । সাজেও তাই
হলুদ বাঁধনী লেহেঙ্গার লুকে নব্বই দশকের ভাইব ফুটে উঠেছে । সাজেও তাই
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৩: ৪৮
বিজ্ঞাপন