১৮ বছর ধরে টেলিভিশনের প্রিয় মুখ হয়ে আছেন এই অভিনেত্রী। ২০০৭ সালে তাঁর অভিষেক হয়েছিল সর্বকালের সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল 'কসৌটি জিন্দেগি কি' তে।
যারা সিরিয়াল দেখতে পছন্দ করেন, তাঁদের কাছে শুভাঙ্গী আত্রে এক পরিচিত ও প্রিয় মুখ। 'কসৌটি জিন্দেগি কি' সিরিয়ালের পর আর পিছু ফিরে তাকাতে হয় নি এই সুন্দরী অভিনেত্রীকে। 'কস্তুরী' সিরিয়ালের নাম ভূমিকায় বহুদিন ধরে সকলের মন জয় করেছেন, এখন 'ভাবি জি ঘর পার হ্যায়' সিরিয়ালে সবাইকে হাসাচ্ছেন আর মুগ্ধ করে চলেছেন শুভাঙ্গী। ৪৪-এ এসেও তাঁর সৌন্দর্যে এতটুকু ভাটা পড়েনি। চলুন তবে শুভাঙ্গীর কিছু আকর্ষণীয় লুক দেখে নিই।
ছবি: শুভাঙ্গীর ইন্সটাগ্রাম