
এপার আর ওপার—দুই বাংলাতেই সমাদৃত বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়া। তাঁর ফ্যাশনসেন্স আর আকর্ষণীয় মেকআপের ভক্ত অনেকেই। কখনো দেশীয়, আবার কখনো পশ্চিমা লুকে তিনি ধরা দেন। তবে বেশির ভাগ সময় তিনি ওয়েস্টার্ন লুকে থাকলেও সাম্প্রতিক কালের এথনিক লুকের কিছু ছবি ভক্তদের নজর কেড়েছে। তিনি পরেছেন খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের সালোয়ার-কামিজ সেট। অরগাঞ্জা ফেব্রিকের সালোয়ার, কামিজ আর ওড়না সব একই প্রিন্টের। তবে ফুলস্লিভ কামিজে রয়েছে আকর্ষণীয় চওড়া লেস। এই পোশাকের সঙ্গে অভিনেত্রী সেজেছেন বেশ স্নিগ্ধ আমেজে। কামিজের জমিনের ফুলের রঙের সঙ্গে মিলিয়ে দিয়েছেন লিপস্টিক আর চোখে আইলাইন । চুলগুলো মাঝসিঁথি করে করেছেন সেমি কার্ল হেয়ারস্টাইল। আর সর্বশেষ তাঁর সিম্পল লুকে যোগ হয়েছে কানে পরা ছোট দুল।
ছোট পর্দার জনপ্রিয় মুখ বাংলাদেশি অভিনেত্রী সাবিলা নূর। মিষ্টি হাসি আর স্নিগ্ধতার জন্যই তিনি অন্যান্য তারকা থেকে কিছুটা আলাদা। তারকাদের সাজপোশাকে ধরা পড়ে তাঁদের ব্যক্তিত্ব। সাবিলা এদিক থেকে একেবারেই ছিমছাম থাকতে ভালোবাসেন। আবহাওয়া, পরিবেশ ও ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে পোশাক ও অনুষঙ্গ বাছাই করেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই সে কথা স্পষ্ট হবে। সাবিলার সম্প্রতি নজর কেড়েছেন নীল চিকনকারি সালোয়ার-কামিজ সেটে। জর্জেট ফেব্রিকের জমিনে রয়েছে চোখজুড়ানো নিখুঁত এমব্রয়ডারির কাজ। রয়েছে মিরর ওয়ার্কও। পালাজ্জো স্টাইলের সালোয়ারেও রয়েছে একই কাজ। এই পোশাকের সঙ্গে অভিনেত্রী পায়ে পরতে বেছে নিয়েছেন হাই হিল মিউল জুতা। তাঁর সাজে প্রাধান্য পেয়েছে সিলভার জুয়েলারি। এই পোশাকের সঙ্গে অভিনেত্রীর মেকআপে ফুটে উঠেছে গোলাপি আমেজ। সর্বশেষ তিনি সেমি কার্ল হেয়ারস্টাইল করেছেন।
সাদামাটা সাজপোশাক আর ন্যাচারাল লুকের জন্য জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তিনি পরেছেন খুব সুন্দর একটা আইভরি রঙের সালোয়ার-কামিজ। ফুলস্লিভ কামিজের পুরোটাতে রয়েছে ফ্লোরাল আর কলকি মোটিফের নিখুঁত এমব্রয়ডারির কাজ। এ ছাড়া রয়েছে জরি আর নেকের সামনের অংশে বসানো তিনটি স্টোন ওয়ার্ক। অভিনেত্রী এই সুন্দর পোশাকের সঙ্গে মিলিয়ে নিয়েছেন একটি স্লিং ব্যাগ আর পায়ে পরেছেন আকর্ষণীয় লাল হিল। তাঁর গোলাপি আমেজের মিনিমাল মেকআপ, মুক্তার দুল আর হেয়ারস্টাইলও বেশ নজর কেড়েছে ভক্তদের।