নাজিফা তুষির এক ডজন আকর্ষণীয় লুক
শেয়ার করুন
ফলো করুন

বাংলাদেশের জনপ্রিয় তারকা অভিনেত্রী নাজিফা তুষি। তাঁর লাস্যময়ী রূপের প্রশংসা না করে পারা যায় না। গতানুগতিকতার বাইরে ফেলা যায় তুষির সৌন্দর্যকে। হাসিতে তাঁর এক রহস্যময় আকর্ষণ লুকিয়ে থাকে। চোখের চাহনিতে তো এক ‘হাওয়া’ সিনেমা দিয়েই মাত করেছেন তিনি। আর সেই সঙ্গে যোগ হয়েছে আকর্ষণীয় ধারালো ফিগার। সব মিলিয়ে যেকোনো পোশাকেই নজর কাড়েন এই সুন্দরী অভিনেত্রী। হাল ফ্যাশনের পাঠকদের জন্য রইল অভিনেত্রীর এক ডজন লুকের ছবি।

১/১২
 নাজিফা তুষি এই লুকে পরেছেন হল্টারনেক ও ব্যাকলেস কালো ড্রেস।
নাজিফা তুষি এই লুকে পরেছেন হল্টারনেক ও ব্যাকলেস কালো ড্রেস।
বিজ্ঞাপন
২/১২
কপার গোল্ড শাড়ির সঙ্গে জমকালো কাজের ডিপনেক ব্লাউজের লুকে অভিনেত্রী। তাঁর মেকআপ আর গয়না বিশেষভাবে নজর কাড়ছে।
কপার গোল্ড শাড়ির সঙ্গে জমকালো কাজের ডিপনেক ব্লাউজের লুকে অভিনেত্রী। তাঁর মেকআপ আর গয়না বিশেষভাবে নজর কাড়ছে।
বিজ্ঞাপন
৩/১২
সাদা ফ্লোরাল টিস্যু শাড়িতে তুষি। সঙ্গে পরেছেন হাইনেক ব্লাউজ। মাঝখানে সিঁথি করে পুরো চুল সেমিকার্ল করেছেন তিনি। সাজে রেখেছেন মিনিমাল কিন্তু গ্ল্যামছোঁয়া।
সাদা ফ্লোরাল টিস্যু শাড়িতে তুষি। সঙ্গে পরেছেন হাইনেক ব্লাউজ। মাঝখানে সিঁথি করে পুরো চুল সেমিকার্ল করেছেন তিনি। সাজে রেখেছেন মিনিমাল কিন্তু গ্ল্যামছোঁয়া।
৪/১২
সিকুইনের নিখুঁত কাজ করা সোনালি শাড়ি আর ব্যাকলেস ব্লাউজের আবেদন ছড়ানো ব্রাইডাল লুকে অভিনেত্রী। সাজে শোভা বাড়িয়েছে কুন্দনের ভারী গয়না, গোলাপসজ্জিত খোঁপা আর গর্জিয়াস মেকআপ।
সিকুইনের নিখুঁত কাজ করা সোনালি শাড়ি আর ব্যাকলেস ব্লাউজের আবেদন ছড়ানো ব্রাইডাল লুকে অভিনেত্রী। সাজে শোভা বাড়িয়েছে কুন্দনের ভারী গয়না, গোলাপসজ্জিত খোঁপা আর গর্জিয়াস মেকআপ।
৫/১২
ফ্লোরাল মিডি ড্রেসের লুকে প্রকৃতির সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
ফ্লোরাল মিডি ড্রেসের লুকে প্রকৃতির সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
৬/১২
কালো রঙের কাস্টম শাড়ির ফিউশন লুকে নাজিফা তুষি। শাড়ির অ্যাপ্লিকের ফ্লোরাল নকশা। হাইনেক স্লিভলেস ছোট দৈর্ঘ্যের ব্লাউজ আর হেয়ারস্টাইলটি মানিয়েছে খুব এর সঙ্গে।
কালো রঙের কাস্টম শাড়ির ফিউশন লুকে নাজিফা তুষি। শাড়ির অ্যাপ্লিকের ফ্লোরাল নকশা। হাইনেক স্লিভলেস ছোট দৈর্ঘ্যের ব্লাউজ আর হেয়ারস্টাইলটি মানিয়েছে খুব এর সঙ্গে।
৭/১২
ডিজাইনার সাফিয়া সাথীর তৈরি এই লাল সুতির ড্রেসের নুডল স্ট্র্যাপ আর ব্যাকলেস ডিজাইন আবেদন বাড়াচ্ছে।
ডিজাইনার সাফিয়া সাথীর তৈরি এই লাল সুতির ড্রেসের নুডল স্ট্র্যাপ আর ব্যাকলেস ডিজাইন আবেদন বাড়াচ্ছে।
৮/১২
ফ্লোরাল ফুল স্লিভ টপ আর স্কার্ট লুকে।
ফ্লোরাল ফুল স্লিভ টপ আর স্কার্ট লুকে।
৯/১২
ফ্যাশন ব্র্যান্ড ফেস্টিভ ভাইভের খুব সুন্দর একটি ফেন্সি লেহেঙ্গায় অভিনেত্রী এখানে ফ্রেমবন্দী হয়েছেন।
ফ্যাশন ব্র্যান্ড ফেস্টিভ ভাইভের খুব সুন্দর একটি ফেন্সি লেহেঙ্গায় অভিনেত্রী এখানে ফ্রেমবন্দী হয়েছেন।
১০/১২
স্ট্রাইপের ডিপ ব্লু শাড়ির সঙ্গে স্লিভলেস কালো ব্লাউজ পরেছেন তুষি। কাজল কালো চোখ আর লাল লিপস্টিকের সাজে অভিনেত্রীকে অন্য রকম সুন্দর লাগছে এখানে।
স্ট্রাইপের ডিপ ব্লু শাড়ির সঙ্গে স্লিভলেস কালো ব্লাউজ পরেছেন তুষি। কাজল কালো চোখ আর লাল লিপস্টিকের সাজে অভিনেত্রীকে অন্য রকম সুন্দর লাগছে এখানে।
১১/১২
কালো স্কার্ট স্যুটের সঙ্গে মানানসই কালো হিলস পরেছেন অভিনেত্রী।
কালো স্কার্ট স্যুটের সঙ্গে মানানসই কালো হিলস পরেছেন অভিনেত্রী।
PROTTAY HASAN DRIRHO
১২/১২
সাদা-কালো নেটের ফ্লোরাল শাড়ির আবেদনময় ড্রেপিং দেখা যাচ্ছে তুষির লুকে। শাড়ির পাড়ে রয়েছে একই ফেব্রিকের ফ্রিল দেওয়া নকশা, যা পোশাকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। নেকলাইন বরাবর কাজ করা ব্লাউজটিও  নজর কাড়ছে।
সাদা-কালো নেটের ফ্লোরাল শাড়ির আবেদনময় ড্রেপিং দেখা যাচ্ছে তুষির লুকে। শাড়ির পাড়ে রয়েছে একই ফেব্রিকের ফ্রিল দেওয়া নকশা, যা পোশাকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। নেকলাইন বরাবর কাজ করা ব্লাউজটিও  নজর কাড়ছে।
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০২: ০০
বিজ্ঞাপন