আকর্ষণীয় ট্যাংক টপে ফুলবাগানে দেখা দিলেন জয়া আহসান
শেয়ার করুন
ফলো করুন

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সৌন্দর্য নিয়ে নতুন করে বলার কিছুই নেই। সাদামাটা পোশাকে হালকা সাজেও ফুলবাগানের মাঝে তাঁর ছবিগুলো তাই বলছে।
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের অনবদ্য অভিনয়শৈলীর জন্য প্যান ইন্ডিয়ান অঞ্চলে তাঁর কদর বেড়েই চলেছে।

বাংলাদেশ ও দেশের বাইরে টালিউড আর এখন বলিউডেও তাঁর দৃপ্ত পদচারণা। তবে পর্দার বাইরে সামাজিক মাধ্যেমেও এই সুন্দরী অভিনেত্রীকে দেখার জন্য অপেক্ষা করে থাকেন অনেকেই। বেশ কিছুদিন পর ফুলবাগানের মাঝে নিজের কিছু সুন্দর ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন জয়া।

বিজ্ঞাপন

এখানে তিনি পরেছেন পিচরঙা ট্যাংক টপ। ক্রপড দৈর্ঘ্যের এই টপে মানিয়েছে খুব জয়াকে।

 ক্রপড দৈর্ঘ্যের এই টপে মানিয়েছে খুব জয়াকে
ক্রপড দৈর্ঘ্যের এই টপে মানিয়েছে খুব জয়াকে
সঙ্গে পরেছেন ফুলেল প্রিন্টের নেভি ব্লু পালাজ্জো
সঙ্গে পরেছেন ফুলেল প্রিন্টের নেভি ব্লু পালাজ্জো

সঙ্গে পরেছেন ফুলেল প্রিন্টের নেভি ব্লু পালাজ্জো। দিনের আলোয় ছাদে বাগানের পরিচর্যায় দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।

বিজ্ঞাপন

সামনে ব্যান্ড দিয়ে একটু পাফড হেয়ারস্টাইল করেছেন জয়া। মেকআপ খুবই হালকা রেখেছেন তিনি।

সামনে ব্যান্ড দিয়ে একটু পাফড হেয়ারস্টাইল করেছেন জয়া
সামনে ব্যান্ড দিয়ে একটু পাফড হেয়ারস্টাইল করেছেন জয়া
কানের টপটি খুব এলিগ্যান্ট আর মিনিমালিজমের প্রকাশ স্বরূপ
কানের টপটি খুব এলিগ্যান্ট আর মিনিমালিজমের প্রকাশ স্বরূপ

সব মিলিয়ে খুবই স্নিগ্ধ লাগছে জয়া আহসানকে। সাদামাটা পোশাকে হালকা সাজেও ফুলবাগানের মাঝে তাঁর ছবিগুলো সত্যিই সুন্দর।

ছবি: জয়া আহসানের ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১৫: ০৭
বিজ্ঞাপন