গোলাপি গাউনে গ্ল্যামারাস নুসরাত
শেয়ার করুন
ফলো করুন

দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার সৌন্দর্য একেবারেই অন্য রকম। অপরূপ সুন্দর মুখশ্রী, মিষ্টি হাসি আর ধারালো ফিগারের নুসরাতকে মানিয়ে যায় সব ধরনের লুকেই। আত্মবিশ্বাস আর মনের জোরও তাঁর অনেক। সেটাই প্রকাশ পেয়েছে তাঁর সাম্প্রতিক ওয়েস্টার্ন লুকের ছবিগুলোয়। ছবির গল্পে রইল বিস্তারিত...

১/৮
চোখধাঁধানো শারীরিক সৌন্দর্য আর সুন্দর মুখশ্রীতে অভিনেত্রী নুসরাত ফারিয়ার গোলাপি গাউনের লুক আসলেই সম্মোহন করার মতো।
চোখধাঁধানো শারীরিক সৌন্দর্য আর সুন্দর মুখশ্রীতে অভিনেত্রী নুসরাত ফারিয়ার গোলাপি গাউনের লুক আসলেই সম্মোহন করার মতো।
২/৮
ওয়ান শোল্ডার আর করসেট স্টাইল বডিস এই গাউনের বিশেষত্ব।  
ওয়ান শোল্ডার আর করসেট স্টাইল বডিস এই গাউনের বিশেষত্ব।
বিজ্ঞাপন
৩/৮
নজর কাড়ছে গাউনের ড্রেপড প্যাটার্ন ও ফ্লোরছোঁয়া ডিজাইন।
নজর কাড়ছে গাউনের ড্রেপড প্যাটার্ন ও ফ্লোরছোঁয়া ডিজাইন।
বিজ্ঞাপন
৪/৮
এই আউটফিটের সঙ্গে নুসরাত সেজেছেন পশ্চিমা ঢঙে। তাঁর চোখজুড়ানো সফট গ্ল্যাম মেকওভার জাহিদ খান ব্রাইডাল মেকওভারের করা।
এই আউটফিটের সঙ্গে নুসরাত সেজেছেন পশ্চিমা ঢঙে। তাঁর চোখজুড়ানো সফট গ্ল্যাম মেকওভার জাহিদ খান ব্রাইডাল মেকওভারের করা।
৫/৮
চোখে শোভা পাচ্ছে শিমারি আইশ্যাডো, আইলাইনার আর ঘন আইল্যাশে দিয়েছেন মাসকারা। ভুরু যুগল সুন্দর করে ব্রাশ করা।  
চোখে শোভা পাচ্ছে শিমারি আইশ্যাডো, আইলাইনার আর ঘন আইল্যাশে দিয়েছেন মাসকারা। ভুরু যুগল সুন্দর করে ব্রাশ করা।
৬/৮
ঠোঁট সাজিয়েছেন গ্লসি ন্যুড পিংক লিপকালারে। সাজ পূর্ণ করেছে গালে দেওয়া হয়েছে হালকা গোলাপি ব্লাশ অন আর হাইলাইটার।
ঠোঁট সাজিয়েছেন গ্লসি ন্যুড পিংক লিপকালারে। সাজ পূর্ণ করেছে গালে দেওয়া হয়েছে হালকা গোলাপি ব্লাশ অন আর হাইলাইটার।
৭/৮
বান হেয়ারস্টাইলের সঙ্গে সামনের দুই পাশে স্ট্র্যান্ডস দেখা যাচ্ছে লুকে।
বান হেয়ারস্টাইলের সঙ্গে সামনের দুই পাশে স্ট্র্যান্ডস দেখা যাচ্ছে লুকে।
৮/৮
গাউনের সঙ্গে বেছে নেওয়া পাথরের স্টেটমেন্ট নেকপিসও আকর্ষণ কাড়ছে। দুই হাতে শোভা পাচ্ছে ব্রেসলেট, ঘড়ি ও আংটি।
গাউনের সঙ্গে বেছে নেওয়া পাথরের স্টেটমেন্ট নেকপিসও আকর্ষণ কাড়ছে। দুই হাতে শোভা পাচ্ছে ব্রেসলেট, ঘড়ি ও আংটি।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০২: ১৭
বিজ্ঞাপন