বিশ্ব ফ্যাশনে তারকাদের ১০ সেরা মুহূর্ত
শেয়ার করুন
ফলো করুন

রেড কার্পেট থেকে এয়ারপোর্ট লুক, স্ট্রিট স্টাইল কিংবা অ্যাওয়ার্ড লুক—প্রতিটি মুহূর্তই ফ্যাশনের একেকটি গল্প। আর এই গল্পের মধ্যমণি বিশ্বের ফ্যাশন–সচেতন তারকারা। নিজস্ব স্টাইল দিয়ে একেকজন একেকভাবে নজর কাড়েন তাঁরা। ফ্যাশনিস্তা ভক্তরা তাঁদের নতুন ট্রেন্ডের ছোঁয়া এবং সাহসী ও চমকপ্রদ লুক দেখার জন্য সব সময় অপেক্ষায় থাকেন। তাই তারকাদের এই সপ্তাহের সেরা ফ্যাশন মুহূর্তগুলো ছবির গল্পে তুলে ধরা হলো।

অনন্যা পান্ডে

১/১০
ডিজাইনার মনীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে চোখধাঁধানো লুকে হাজির হয়েছিলেন জেন-জি অভিনেত্রী অনন্যা পান্ডে। মনীশ মালহোত্রার ডিজাইন করা ব্রোঞ্জ টোনের ক্রিস্টেল স্টাডেড লেহেঙ্গা পরেছিলেন এই সুন্দরী।
ডিজাইনার মনীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে চোখধাঁধানো লুকে হাজির হয়েছিলেন জেন-জি অভিনেত্রী অনন্যা পান্ডে। মনীশ মালহোত্রার ডিজাইন করা ব্রোঞ্জ টোনের ক্রিস্টেল স্টাডেড লেহেঙ্গা পরেছিলেন এই সুন্দরী।
বিজ্ঞাপন

আশনা হাবিব ভাবনা

২/১০
জমকালো লাল পুরো দৈর্ঘ্যের আনারকলি পরেছেন ভাবনা। আবেদন বাড়িয়েছে নিখুঁত ফিটিংয়ের সুইটহার্ট নেকলাইন। আনারকলির নিখুঁত সোনালি কারুকাজ দিচ্ছে আভিজাত্যময় লুক।
জমকালো লাল পুরো দৈর্ঘ্যের আনারকলি পরেছেন ভাবনা। আবেদন বাড়িয়েছে নিখুঁত ফিটিংয়ের সুইটহার্ট নেকলাইন। আনারকলির নিখুঁত সোনালি কারুকাজ দিচ্ছে আভিজাত্যময় লুক।
বিজ্ঞাপন

ভিন্ন দুই লুকে জিজি হাদিদ

৩/১০
বিশ্বখ্যাত ব্র্যান্ড ভিক্টোরিয়াস সিক্রেটস ফ্যাশন শো মানেই উপচে পড়া আবেদনময়তা। স্টেজের উত্তাপ বাড়িয়েছেন সুপারমডেল জিজি হাদিদ। এই লুকে তিনি পড়েছেন গোলাপি লেইস ক্যামিসোল ও ম্যাচিং ব্রিফ। সঙ্গে আকর্ষণ কাড়ছে ফুলের পাপড়ির আদলে তৈরি নাটকীয় কেপ।
বিশ্বখ্যাত ব্র্যান্ড ভিক্টোরিয়াস সিক্রেটস ফ্যাশন শো মানেই উপচে পড়া আবেদনময়তা। স্টেজের উত্তাপ বাড়িয়েছেন সুপারমডেল জিজি হাদিদ। এই লুকে তিনি পড়েছেন গোলাপি লেইস ক্যামিসোল ও ম্যাচিং ব্রিফ। সঙ্গে আকর্ষণ কাড়ছে ফুলের পাপড়ির আদলে তৈরি নাটকীয় কেপ।
৪/১০
শো’র দ্বিতীয় পর্বে তিনি বদলে ফেলেন পুরো লুক। পরেছিলেন ফিটেড সাদা করসেট টপ, প্লিটেড স্কার্ট এবং ভিক্টোরিয়াস সিক্রেটস-এর সিগনেচার প্যাডেড সাদা ডানা।
শো’র দ্বিতীয় পর্বে তিনি বদলে ফেলেন পুরো লুক। পরেছিলেন ফিটেড সাদা করসেট টপ, প্লিটেড স্কার্ট এবং ভিক্টোরিয়াস সিক্রেটস-এর সিগনেচার প্যাডেড সাদা ডানা।

বেলা হাদিদ

৫/১০
ভিক্টোরিয়াস সিক্রেটস-এ নজর কেড়েছেন সুপারমডেল বেলা হাদিদ। ঝলমলে ও আবেদনময় অন্তর্বাসের লুকে তাঁকে লাগছে অনন্য। মেটালিক ফ্রিঞ্জযুক্ত ব্রালেট ও ব্রিফের সঙ্গে সাদা ফুলের পাপড়ির মতো ডানায় শো মাতান তিনি।
ভিক্টোরিয়াস সিক্রেটস-এ নজর কেড়েছেন সুপারমডেল বেলা হাদিদ। ঝলমলে ও আবেদনময় অন্তর্বাসের লুকে তাঁকে লাগছে অনন্য। মেটালিক ফ্রিঞ্জযুক্ত ব্রালেট ও ব্রিফের সঙ্গে সাদা ফুলের পাপড়ির মতো ডানায় শো মাতান তিনি।

তাসনিয়া ফারিণ

৬/১০
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওয়েস্টার্ন আউটফিটে তাসনিয়া ফারিণের ব্যক্তিত্ব যেন আরও বেশি কনফিডেন্ট, বোল্ড আর ক্যারিশমেটিক হয়ে ধরা দিয়েছে। অভিনেত্রী পরেছেন সাদা রিবড নিট টপ। এর সঙ্গে জুটি বেঁধেছে কালো লেদার মিনি স্কার্ট। কোমরে সোনালি চেইন-বেল্টটি লুকে এনেছে ফিউশন গ্ল্যাম—একদিকে রেট্রো ভাইব, অন্যদিকে সমকালীন ট্রেন্ডের ছোঁয়া। লুকটির সবচেয়ে আকর্ষণীয় দিক তার গোল্ড অ্যাকসেসরিজ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওয়েস্টার্ন আউটফিটে তাসনিয়া ফারিণের ব্যক্তিত্ব যেন আরও বেশি কনফিডেন্ট, বোল্ড আর ক্যারিশমেটিক হয়ে ধরা দিয়েছে। অভিনেত্রী পরেছেন সাদা রিবড নিট টপ। এর সঙ্গে জুটি বেঁধেছে কালো লেদার মিনি স্কার্ট। কোমরে সোনালি চেইন-বেল্টটি লুকে এনেছে ফিউশন গ্ল্যাম—একদিকে রেট্রো ভাইব, অন্যদিকে সমকালীন ট্রেন্ডের ছোঁয়া। লুকটির সবচেয়ে আকর্ষণীয় দিক তার গোল্ড অ্যাকসেসরিজ।

সুনেরাহ বিনতে কামাল

৭/১০
ফ্যাশন আর আত্মবিশ্বাস—এই দুইয়ের নিখুঁত মেলবন্ধন ঘটল অভিনেত্রীর সাম্প্রতিক এই লুকে। এ যেন অন্য রকম সুনেরাহ। পরেছেন হট পিঙ্ক রঙের মোনোক্রোম সেট। ন্যুডল স্ট্রেপের স্টাইলিশ ক্রপ টপের সঙ্গে লেয়ার করেছেন ওভারসাইজড ব্লেজার। জুটি হয়েছে সিকুইনসজ্জিত হাইওয়েস্ট বটম।
ফ্যাশন আর আত্মবিশ্বাস—এই দুইয়ের নিখুঁত মেলবন্ধন ঘটল অভিনেত্রীর সাম্প্রতিক এই লুকে। এ যেন অন্য রকম সুনেরাহ। পরেছেন হট পিঙ্ক রঙের মোনোক্রোম সেট। ন্যুডল স্ট্রেপের স্টাইলিশ ক্রপ টপের সঙ্গে লেয়ার করেছেন ওভারসাইজড ব্লেজার। জুটি হয়েছে সিকুইনসজ্জিত হাইওয়েস্ট বটম।

কারিনা কাপুর খান

৮/১০
রাহুল মিশ্রর ডিজাইন করা কাস্টম মেড কালো গাউনে কারিনা। দেখে মনে হবে যেন কোনো শিল্পকর্ম। গাউনের সিলুয়েট একদম ক্ল্যাসিক স্টাইলে ডিজাইন করা। ভেলভেট ফেব্রিকে তৈরি এই গাউন মেঝে ছুঁয়ে গেছে রাজকীয় ভঙ্গিতে। আকর্ষণ বাড়াচ্ছে এর সুইটহার্ট নেকলাইন। আর সবচেয়ে নজরকাড়া অংশ গাউনের আর্কিটেকচারাল স্লিভস। স্বচ্ছ আর শিমার ফেব্রিকে তৈরি নাটকীয় স্লিভগুলো যেন ডানার মতোই ভেসে বেড়াচ্ছে। কারিনার লুকে কিছুটা গথিক আমেজও এসেছে।
রাহুল মিশ্রর ডিজাইন করা কাস্টম মেড কালো গাউনে কারিনা। দেখে মনে হবে যেন কোনো শিল্পকর্ম। গাউনের সিলুয়েট একদম ক্ল্যাসিক স্টাইলে ডিজাইন করা। ভেলভেট ফেব্রিকে তৈরি এই গাউন মেঝে ছুঁয়ে গেছে রাজকীয় ভঙ্গিতে। আকর্ষণ বাড়াচ্ছে এর সুইটহার্ট নেকলাইন। আর সবচেয়ে নজরকাড়া অংশ গাউনের আর্কিটেকচারাল স্লিভস। স্বচ্ছ আর শিমার ফেব্রিকে তৈরি নাটকীয় স্লিভগুলো যেন ডানার মতোই ভেসে বেড়াচ্ছে। কারিনার লুকে কিছুটা গথিক আমেজও এসেছে।

শানায়া কাপুর

৯/১০
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজাইনার মনীশ মালহোত্রার দিওয়ালি ব্যাশ-এ বিশেষ নজর কেড়েছেন শানায়া কাপুর। তাঁর পরনে ফিউশন স্টাইলের সিলভার লেহেঙ্গা। পুরো পোশাকেই নজর কাড়ছে সাদা পাথর আর মুক্তাখচিত কারুকাজ। ওয়ান শোল্ডার ব্রালেট স্টাইলের কাটআউট ব্লাউজ আর স্ট্রেইট-ফিট ম্যাক্সি স্কার্টের জুটিতে ফুটে উঠেছে আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজাইনার মনীশ মালহোত্রার দিওয়ালি ব্যাশ-এ বিশেষ নজর কেড়েছেন শানায়া কাপুর। তাঁর পরনে ফিউশন স্টাইলের সিলভার লেহেঙ্গা। পুরো পোশাকেই নজর কাড়ছে সাদা পাথর আর মুক্তাখচিত কারুকাজ। ওয়ান শোল্ডার ব্রালেট স্টাইলের কাটআউট ব্লাউজ আর স্ট্রেইট-ফিট ম্যাক্সি স্কার্টের জুটিতে ফুটে উঠেছে আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন।

মনামী ঘোষ

১০/১০
ফ্যাশনে বরাবরই এক ধাপ এগিয়ে কলকাতার অভিনেত্রী মনামী ঘোষ। এই লুকে তিনি পরেছেন পপ-আর্ট প্রিন্টের সিল্ক শাড়ি। শাড়ির বেজ রং সাদা হলেও এর ওপর ছড়িয়ে আছে উজ্জ্বল কমলা, হলুদ, সবুজ ও লালের নকশা—যেন ক্যানভাসে রঙের উৎসব! এর সঙ্গে জুটি হওয়া কমলা ব্লাউজের ডিপ নেকলাইন ও স্লিভলেস কাট পুরো লুকটিকে দিয়েছে আধুনিক আবেদন।
ফ্যাশনে বরাবরই এক ধাপ এগিয়ে কলকাতার অভিনেত্রী মনামী ঘোষ। এই লুকে তিনি পরেছেন পপ-আর্ট প্রিন্টের সিল্ক শাড়ি। শাড়ির বেজ রং সাদা হলেও এর ওপর ছড়িয়ে আছে উজ্জ্বল কমলা, হলুদ, সবুজ ও লালের নকশা—যেন ক্যানভাসে রঙের উৎসব! এর সঙ্গে জুটি হওয়া কমলা ব্লাউজের ডিপ নেকলাইন ও স্লিভলেস কাট পুরো লুকটিকে দিয়েছে আধুনিক আবেদন।
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৪: ০০
বিজ্ঞাপন